ছবি মুক্তির আগে আল্লু অর্জুনকে উপহার পাঠালেন রশ্মিকা, সঙ্গে দিলেন খোলা চিঠি

দক্ষিণ ভারতের এক বিপুল জনপ্রিয় ছবি ‘পুষ্পা’ ছবিতে আল্লু অর্জুনের অভিনয় যা মন কেড়েছে গোটা দেশবাসীর। আর তাই বিপুল জনপ্রিয়তা ও সাফল্যের সঙ্গে এই ছবি মানুষের মনে জায়গা করে নিয়েছিল। এবার মুক্তির অপেক্ষা এই ছবির দ্বিতীয় ভাগের। প্রথম পর্বের ছবিতে অভিনয় করেছেন রশ্মিকা মন্দানা, আল্লু অর্জুন। ‘পুষ্পা’ ছবির দ্বিতীয় পর্বে রশ্মিকার পাঠ কিছুটা বাড়ানো হয়েছে।

শ্রীভল্লি ও পুষ্পার মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ মুগ্ধ করেছে সকলকে। এবার ছবির দ্বিতীয় পর্বের জন্য মুখিয়ে রয়েছেন সকলে। আগামী ৫ই ডিসেম্বর ছবির মুক্তি। ছবিটি নিয়ে আলাদা উন্মাদনা রয়েছে দর্শকদের মনে। এরই মাঝে আল্লু অর্জুনকে বিশেষ উপহার পাঠালেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা।

অভিনেতাকে রশ্মিকা পাঠালেন মিষ্টি ও ছোটো ট
রূপো। এর সঙ্গে একটি বিশেষ বার্তা দিলেন তিনি। রশ্মিকা লিখলেন, “আমার মা বলেন, কাউকে রূপো উপহার করলে তাঁর সৌভাগ্য আরও সমৃদ্ধ হয়। আমি আশা করব এই মিষ্টি সঙ্গে রূপো তোমায় ভালবাসা, ইতিবাচকতা ও সৌভাগ্য এনে দেবে। তুমি ও তোমার পরিবারকে শুভ দীপাবলির শুভেচ্ছা।”

এর উত্তরে পাল্টা অভিনেতা লেখেন, “ধন্যবাদ, এই মুহূর্তে আমার অনেক শুভেচ্ছার প্রয়োজন।” আগামী ৫ই ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি। মনে করা হচ্ছে ভারতীয় ছবির বক্স অফিসে রেকর্ড ভেঙে দিতে পারে ছবিটি।

অনেকেই অনুমান করছেন আগামী ৫ই ডিসেম্বর প্রেক্ষাগৃহে হতে পারে উপচে পড়া ভিড়, সেলিব্রেশন ও বক্স অফিস কাউন্ট। যারা দীর্ঘদিন ধরে ছবিটির দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করছিলেন তাদের কাছে আগামী ৫ই ডিসেম্বর আশীর্বাদ স্বরূপ হতে চলেছে।

error: Content is protected !!