Realme GT 8 Pro: আগামীকাল ভারতে লঞ্চ হতে চলেছে শক্তিশালী ফ্ল্যাগশিপ, থাকছে ২০০MP টেলিফটো ক্যামেরা ও ৭০০০mAh ব্যাটারি

ভারতের মিড-বাজেট প্রিমিয়াম মার্কেটে আরও একবার নজর কাড়তে চলেছে রিয়েলমি। কোম্পানি আগামীকাল, ২০ নভেম্বর, লঞ্চ করতে চলেছে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme GT 8 Pro। ইতিমধ্যেই এ নিয়ে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে দারুণ উত্তেজনা তৈরি হয়েছে। রিয়েলমির দাবি, তাদের এই নতুন ডিভাইসটি হবে এখন পর্যন্ত সবচেয়ে অ্যাডভান্সড স্মার্টফোন, যা ফটোগ্রাফি ও গেমিং—দু’টিতেই প্রো-লেভেল অভিজ্ঞতা দেবে।

সবচেয়ে বড় চমক হলো ফোনটিতে থাকবে ২০০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা, বিশাল ৭০০০mAh ব্যাটারি এবং Ricoh GR ইমেজিং টেকনোলজির সাপোর্ট—যা সাধারণত প্রিমিয়াম ক্যামেরা সিরিজেই দেখা যায়।

ডিসপ্লে: বিশাল ৬.৭৯ ইঞ্চি AMOLED, ১৪৪Hz রিফ্রেশ রেট

ফোনটিতে থাকবে
৬.৭৯-ইঞ্চি AMOLED প্যানেল
QHD+ রেজোলিউশন
১৪৪Hz রিফ্রেশ রেট
ফুল DCI-P3 ও sRGB কালার কাভারেজ
সর্বোচ্চ ৭০০০ নিট পিক ব্রাইটনেস
এত উচ্চ ব্রাইটনেসের কারণে রোদেও ডিসপ্লে দেখা যাবে বেশ পরিষ্কারভাবে।

পারফরম্যান্স: Snapdragon 8 Elite Gen 5

লিক অনুযায়ী ফোনটি শক্তিশালী
Qualcomm Snapdragon 8 Elite Gen 5 চিপসেট
সর্বোচ্চ ১৬GB LPDDR5X RAM
এবং ১TB UFS স্টোরেজ
সহ বাজারে আসতে পারে।
গেমিং, মাল্টিটাস্কিং, হাই-এন্ড অ্যাপ—সবক্ষেত্রেই পারফরম্যান্স হবে একদম স্মুথ।

ক্যামেরা: Ricoh GR টিউনড ২০০MP টেলিফটো বড় চমক

ফটোগ্রাফি সেকশনই এই ফোনের মূল আকর্ষণ।
বিপুল সেন্সর-সমৃদ্ধ ট্রিপল রিয়ার ক্যামেরায় থাকছে—
৫০MP Ricoh GR প্রাইমারি সেন্সর, OIS সাপোর্টসহ
৫০MP আল্ট্রা-ওয়াইড লেন্স
২০০MP টেলিফটো মডিউল, সর্বোচ্চ ১২০x ডিজিটাল জুম
সেলফির জন্য সামনে থাকছে
৩২ মেগাপিক্সেল ক্যামেরা

বিশেষ করে Ricoh GR টিউনিংয়ের কারণে লো-লাইট, স্ট্রিট এবং পোর্ট্রেট শটে নতুন মাত্রা যোগ হবে বলে দাবি রিয়েলমির।

ব্যাটারি: বিশাল ৭০০০mAh

একবার চার্জে দীর্ঘক্ষণ গেমিং ও মাল্টিমিডিয়া ব্যবহারের সুবিধা দিতে রিয়েলমি এবার দিচ্ছে
৭০০০mAh ব্যাটারি
এতে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি থাকতে পারে ফাস্ট চার্জিং প্রযুক্তিও।

ভারতে সম্ভাব্য দাম

বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, Realme GT 8 Pro-এর দাম ভারতে শুরু হতে পারে প্রায়
₹65,000
থেকে।

এতে ফোনটি সরাসরি প্রতিযোগিতায় নামবে OnePlus, Xiaomi এবং iQOO-র প্রিমিয়াম লাইনের সঙ্গে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক