সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সাড়ে পাঁচ বছর পর সিবিআই ক্লোজার রিপোর্টে রিয়া চক্রবর্তীকে ক্লিন চিট দিল। মামলার পরবর্তী শুনানি ২০ ডিসেম্বর পাটনা আদালতে।
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সাড়ে পাঁচ বছর পর অবশেষে প্রকাশ্যে এলো সিবিআই-এর ক্লোজার রিপোর্ট। এই রিপোর্টে অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে সম্পূর্ণ ক্লিন চিট দেওয়া হয়েছে। তদন্তকারী সংস্থা জানিয়েছে, রিয়া বা অন্য কোনো অভিযুক্তের বিরুদ্ধে সুশান্তকে আত্মহত্যায় প্ররোচিত করার বা হুমকি দেওয়ার প্রমাণ পাওয়া যায়নি।
২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাটে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর মৃত্যু ঘিরে দেশজুড়ে শুরু হয়েছিল ব্যাপক বিতর্ক ও জনমত। সেই ঘটনায় রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের বিরুদ্ধে সুশান্তের বাবা কে.কে. সিং প্রতারণা, প্ররোচনা ও সম্পত্তি আত্মসাতের অভিযোগে এফআইআর দায়ের করেছিলেন।
সিবিআই-এর রিপোর্ট অনুযায়ী, রিয়া এবং তাঁর ভাই শৌভিক ৮ জুন, অর্থাৎ সুশান্তের মৃত্যুর ছয় দিন আগে ফ্ল্যাট ছেড়ে চলে যান। এরপর তাঁরা আর সেখানে ফিরে আসেননি। মৃত্যুর আগে সুশান্তের সঙ্গে রিয়া বা তাঁর পরিবারের কোনো যোগাযোগের প্রমাণও মেলেনি।
রিপোর্টে আরও বলা হয়েছে, রিয়া শুধুমাত্র নিজের ল্যাপটপ এবং সুশান্তের উপহার দেওয়া অ্যাপল ওয়াচ নিয়েছিলেন, অন্য কিছু নেননি। এছাড়াও সুশান্তের পরিবারের অভিযোগ থাকা সত্ত্বেও, রিয়ার বিরুদ্ধে অর্থ আত্মসাত বা প্রতারণার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
সিবিআই জানিয়েছে, রিয়া ও সুশান্ত ২০১৯ সালের এপ্রিল থেকে ২০২০ সালের জুন পর্যন্ত লিভ-ইন সম্পর্কে ছিলেন। সেই সময়ে সুশান্ত রিয়ার জন্য যে খরচ করেছিলেন, তা ‘পরিবারের সদস্যের প্রতি আর্থিক সহায়তা’ হিসেবেই দেখা হয়েছে।
সিবিআইয়ের ক্লোজার রিপোর্টের পরবর্তী শুনানি আগামী ২০ ডিসেম্বর ২০২৫ তারিখে পাটনা আদালতে হবে।
বিনোদন
ইন্ডিয়ান আইডলে ‘মেরে মেহবুব তুঝে’ গাইলেন সারেগামাপা খ্যাত আরফিন, প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া, বিশাল
#SushantSinghRajput #RheaChakraborty #CBIReport #BollywoodNews #JusticeForSushant
