RG Kar Case: ‘অপরাধীকে ধরে দিক, সঠিক বিচার হোক, আমি ১০ লাখ দিতে রাজি, বিস্ফোরক ’বং গাই’ কিরণ দত্ত

20240818 002202

‘টাকা দিয়ে সবার মেরুদণ্ড কেনা যায় না।’ আর.জি কর কাণ্ডে এমনই মন্তব্য করলেন সকলের পরিচিত ইউটিউবার ‘বং গাই’ ওরফে কিরণ দত্ত। বর্তমান সময়ে আর.জি কর কাণ্ড নিয়ে ফুঁসছে গোটা রাজ্য। সকলেই চাইছেন নির্যাতিতা যাতে সঠিক বিচার পান।

তবে এই পরিস্থিতিতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এমন এক মন্তব্য করে বসেছেন যার জেরে চটে গিয়েছেন সকলেই। হয়তো সকলেই জানেন নির্যাতিতার পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তবে সেই বিষয়টি দেখার পর চুপ করে বসে থাকেননি কেউ। ক্ষোভ উগড়ে দিয়েছেন সকলে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন কিরণ। যেখানে লেখেন, ‘টাকা নিলে আমার মেয়ের সেটা ভালো লাগবে না, কোনো টাকা চাইনা বিচার চাই। টাকা দিয়ে সব মেরুদণ্ড কেনা যায়না।’ যার অর্থ নির্যাতিতার বাবা ১০ লক্ষ টাকা নিতে অস্বীকার করেছেন।

তিলোত্তমার বাবার মেরুদণ্ড যে টাকার মাধ্যমে বিক্রি হয় না সে কথাই বলেছেন কিরণ। কমেন্টে আবার তিনি লিখেছেন, ‘অপরাধীকে ধরে দিক। সঠিক বিচার হোক। আমি ১০ লাখ দিতে রাজী। টাকা, পাওয়ারটা ঠিক কাজে লাগান। অপরাধী খুঁজতে লাগান।’ যে বিষয়টি দেখার পর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Screenshot 2024 08 17 122103 1723877617211 1723877677584 0afeXVVr97

আসলে তিনি যে মুখ্যমন্ত্রীর বলা কথা নিয়ে এই পোস্ট করার সাহস দেখিয়েছেন সে বিষয়টিকে সমর্থন জানিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘একটা বাবার কাছে তার মেয়ের জীবনের দাম পুরো দুনিয়ার টাকা দিয়েও মেটাতে পারবে না’। কারোর মতে, ‘আমার মনের কথাটা আপনি বলে দিলেন।’ কেউ কেউ আবার মমতা ব্যানার্জির পদত্যাগের দাবী তুলেছেন।

আরও পড়ুন,
*আরজি কর কাণ্ডকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলতেই জানতার রোষের মুখে একমাত্র কন্যা সানা, ফের কি বললেন সৌরভ গাঙ্গুলী