দুর্গা পুজোর প্রাক্কালে হঠাৎ করেই সাত পাকে বাঁধা পড়েন টলি পাড়ার অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। তার দীর্ঘদিনের বন্ধু সায়নদীপ সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। গত ৩রা অক্টোবর গোধুলী লগ্নে অগ্নিসাক্ষী করে বিয়ে সারেন তারা। বিয়ের কয়েক মাস যেতে না যেতেই সুখবর দেন রূপসা। জানান তাদের পরিবারে আসতে চলেছে ছোটো সদস্য।
সেই ছোটো সদস্য আসার সময় প্রায় উপস্থিত। এমন সময় সেলিব্রিটিদের প্রেগন্যান্সি শ্যুট যা বেশ জনপ্রিয়। অনেক সেলেবকে তা করতে দেখা যায়। তেমনই রূপসা’ই বা বাদ যাবেন কেনো। তাই বেবি বাম্প নিয়ে ফটোশ্যুটে মজেছেন রূপসা। সঙ্গে তার স্বামী সায়নদীপ সরকার রয়েছেন।
সেই বেবি বাম্পের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রূপসা৷ যেখানে দেখা গিয়েছে সাদা রঙের পোশাকে রয়েছেন রূপসা। সেই পোশাকে বেবি বাম্প স্পষ্ট হয়ে রয়েছে। পাশেই রয়েছেন সায়নদীপ। হাসি মুখে দু’জনকে একাধিক ছবি তুলতে দেখা গিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে, কেক সাজানো হয়েছে এবং তার উপর লেখা রয়েছে “হবু বাবা মা”। আরও ছবিতে দেখা গিয়েছে, বন্ধুবান্ধবদের সঙ্গে হুল্লোড়ে মত্ত তারা। গোলাপি রঙের মিষ্টি জুতো রূপসার হাতে। রূপসার বন্ধুরাই হয়তো এমন চমকপ্রদ সারপ্রাইজ দিয়েছেন। আরেকটি ছবিতে ট্রে’এর উপর নীল রঙের ছোটো কাপড় রাখা রয়েছে।
রাপসা ও সায়নদীপ যে কন্যা সন্তান চাইছেন তা যেনো ছবিতে স্পষ্ট করে দিচ্ছেন তারা। ছবিগুলিতে মাতৃত্বের লাবণ্যে পরিপূর্ণ রূপসা। তিনি যে এই সময়টা বেশ ভালোভাবে উপভোগ করছেন তা বলাই বাহুল্য।