অভিনেতা সোনু সুদের হাত থেকে বিশেষ সম্মান পেলেন এই টলি নায়িকা! দেখুন ছবি

তার অভিনয়ের জন্য বিশেষ সম্মান লাভ করলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী! যে সুখবর সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তুলে ধরেছেন তিনি। তবে এই কৃতিত্ব যে শুধু তার একার নয় তাও স্পষ্ট করে দিলেন অভিনেত্রী।

সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘স্টার্জ অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ড’। যেখানে সমস্ত কলাকুশলীদের তাদের অসামান্য কাজের জন্য পুরস্কৃত করা হয়েছে। সেখানে ‘বহুরূপী’ সিনেমার জন্য অ্যাওয়ার্ড লাভ করেছেন ঋতাভরী। ছবিতে দেখা যাই তিনি বলিউড অভিনেতা সোনু সুদের থেকে অ্যাওয়ার্ড নিচ্ছেন।

সেই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘বহুরূপীর জন্য সেরা অভিনেত্রী পপুলার চয়েজ। স্টার্জ অফ ইন্ডিয়াকে ধন্যবাদ এই সম্মানের জন্য। এই অ্যাওয়ার্ড বহুরূপীর সমস্ত কলাকুশলী এবং দর্শকদের জন্য।’ এদিন একগুচ্ছ ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে হাসিমুখে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

আসলে কঠোর পরিশ্রমের মাধ্যমে কোনো কাজ সফল হলে হাসি ফোটে সমস্ত শিল্পীদের মুখেই। আর সেই কাজ যদি স্বীকৃতি পায় তাহলে তো আর কোনো কথাই নেই। তাইতো এই যে অ্যাওয়ার্ড বিশেষ জায়গা রাখে অভিনেত্রীর জীবনে, তেমনটাই বোঝাতে চেয়েছেন ছবিগুলির মাধ্যমে।

উল্লেখযোগ্য, কয়েক মাস আগে মুক্তি পেয়েছে নন্দিতা, শিবপ্রসাদ পরিচালিত ‘বহুরূপী’ সিনেমা। যেখানে দুর্দান্ত অভিনয় করেছেন ঋতাভরী। এর আগেও তার অভিনয় বারবার প্রশংসিত হয়েছে ভক্তমহলে। শুধু তাই নয় দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখনো তার রেশ রয়েছে দর্শকদের মনে। ইতিমধ্যে একাধিক সাফল্যের পার্টিও আয়োজন করা হয়েছে গোটা টিমের তরফ থেকে।