Rohit-Ritika: দশ বছরের জুটি: রোহিত-রিতিকার প্রেম ও ভালোবাসার এক দশক পূর্ণ

Rohit-Ritika: দেখতে দেখতে একসাথে দশটা বছর কাটিয়ে ফেললেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit) এবং তার স্ত্রী রিতিকা সাজদেহ (Ritika)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তারই শুভেচ্ছা জানালেন এই তারকা ক্রিকেটার। একগুচ্ছ ছবি পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।

যেখানে কয়েক বছর আগেকার ছবি থেকে সাম্প্রতিক ছবিও বর্তমান। দু’জনকে ভীষণ উচ্ছ্বসিত দেখা গিয়েছে ছবিগুলিতে। আসলে একে অপরের সাথে থাকলে বেশ মজায় কাটে তাদের সময়। যে বিষয়টি বারবার জানিয়েছেন দু’জনে। একইসাথে বিশেষ বার্তা তুলে ধরেছেন রোহিত।

লিখেছেন, ‘আমরা একে অপরকে কিছু একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম, জানতাম না সেটা কেমন হবে, কিন্তু এক দশক পরে, আমি সহজেই বলতে পারি যে এটা আমার জীবনের সেরা অধ্যায় ছিল এবং এই সময়ে আমরা এমন কিছু বিশেষ তৈরি করেছি যা আমরা দুজনে কখনও কল্পনাও করিনি। দশক কেটে গেল, চিরকাল থাকবে। তোমাকে ভালোবাসি!’

আরও পড়ুন
২০২৬ কার—প্রেম না মহাকাব্যের? নতুন বছরে বলিউডের জুটি-যুদ্ধ

যা দেখার পর তাদের বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা। প্রত্যেকেই তাদের আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। উল্লেখযোগ্য, রিতিকা সাজদেহ আসলে ছিলেন একজন স্পোর্টস ম্যানেজার। যিনি বহু বছর ধরে রোহিত শর্মার ক্রিকেটীয় বিষয়গুলি দেখাশোনা করতেন।

আরও পড়ুন
দেবের কেরিয়ারের ২০ বছর, আমন্ত্রণ পাননি জিৎ ! কী জবাব দিলেন দেব?

পেশাদার সম্পর্কের মাধ্যমে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং একসময় প্রেম হয়। ২০১৫ সালের ১৩ই ডিসেম্বর মুম্বাইয়ে তারা বিয়ে করেন। কন্যা সন্তান সামাইরার জন্মের পর দ্বিতীয়বার মা-বাবা হয়েছেন এই দু’জন। কয়েকমাস আগে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন রিতিকা। যদিও এখনো তাকে জনসমক্ষে আনেননি।

আরও পড়ুন
Sreemoyee-Kanchan: ক্রিসমাসের আগেই উদযাপনে মেতে উঠলেন শ্রীময়ী-কাঞ্চন, ভাগ করে নিলেন একগুচ্ছ ছবি

#RohitSharma #Ritika

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক