Rukmini Maitra: তিনি সর্বদা মেঘের মধ্যে নৃত্য করেন! সম্প্রতি তেমনটাই জানালেন টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini)। বর্তমানে নিজের সিনেমার কারণে বেশ চর্চায় রয়েছেন অভিনেত্রী। এছাড়াও ব্যক্তিগত জীবন নিয়ে মাঝেমধ্যেই শিরোনামে উঠে আসেন তিনি। এরই মাঝে পোস্ট করেছেন বেশ কয়েকটি আকর্ষণীয় ছবি।
যেখানে তাকে একটি সাদা রংয়ের গাউনে দেখা গিয়েছে। মূলত একটি ফটোশ্যুটের জন্যই এই সাজে সেজে উঠেছিলেন অভিনেত্রী। একাধিক পোজে তাকে দেখা গিয়েছে ছবিগুলিতে। সবথেকে বেশি নজর কেড়েছে তার ক্যাপশনটি। কারণ, সেখানে লিখেছেন ‘প্রিয় সবসময় আমি মেঘের মধ্যে নৃত্য করে চলেছি।’
যার দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন সবসময় আনন্দে থাকেন। নিজের জীবনটাকে ভরপুর উপভোগ করেন। কখনোই কোন কিছুকে তোয়াক্কা করেন না। ছবিগুলো দেখতেই তাকে প্রশংসায় ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। একদিকে যেমন তার পোশাকের প্রশংসা করেছেন তেমনি তার সৌন্দর্য্যের।
সবমিলিয়ে এই ছবির মাধ্যমে চর্চায় উঠে এসেছেন রুক্মিণী। উল্লেখযোগ্য, সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘হাঁটি হাঁটি পা পা’। যেখানে চিরঞ্জিত চক্রবর্তীর কন্যার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এক নিঃসঙ্গ বাবার জীবনে যখন নতুন করে প্রেম আসে তা কেমন করে মেনে নেয় একমাত্র সন্তান সেই নিয়েই কাহিনী।
আরও পড়ুন
Nusrat-Yash: বছর শেষে আনন্দের মুহুর্তগুলি ভাগ করে নিলেন নুসরত! মুগ্ধ ভক্তরা
এছাড়াও দায়িত্ব-কর্তব্য, মান-অভিমান সবমিলিয়ে অন্য ধরনের একটি সিনেমা উঠে এসেছে। ইতিমধ্যেই তা প্রশংসিত দর্শকমহলে, প্রত্যেকে বলছেন উপভোগ করার মতোন একটি সিনেমা। অন্যদিকে অভিনেতা দেবের (Dev) প্রেমিকা হওয়ার দরুণ তাকে নানান সময় লাইমলাইটে উঠে আসতে দেখা যায়।
আরও পড়ুন
Smriti-Palash: অবশেষে বিয়ে নিয়ে নীরবতা ভাঙলেন পলাশ, সম্পর্কের ভবিষ্যৎ কী? জানুন
#Rukmini #Hatihatipaapaa #Dev