গ্রীষ্মের ক্রমবর্ধমান তাপমাত্রা অসহনীয় করে তুলছে সাধারণ মানুষের জীবন। পরিবেশ দূষণ থেকে শুরু করে অনিয়ন্ত্রিত বৃক্ষচ্ছেদন সবমিলিয়ে পরিবেশের ভারসাম্য অনেকটাই বিঘ্নিত হয়েছে। ফলস্বরূপ ক্রমাগত বাড়ছে তাপমাত্রা। এই পরিস্থিতিতে উপায় হিসেবে সকলেই বেছে নিচ্ছেন এয়ারকন্ডিশনার। তবে এয়ারকন্ডিশনার ব্যবহার করলে কিন্তু বিদ্যুতের বিল বাড়ে চড়চড়িয়ে।
আজ আমরা এমন কিছু পদ্ধতির কথা বলবো যেগুলো ব্যবহার করলে এসির বিল অনেকটাই কমানো সম্ভব। পাশাপাশি যখন লোডশেডিং হয় তখন কোন উপায়ে আপনার ঘর ঠান্ডা রাখবেন সেই রকম কিছু পদ্ধতিও তুলে ধরবো এই প্রতিবেদনে।
এসির বিল কমানোর জন্য যেগুলি করবেন-
১৷ এয়ারকন্ডিশনারের তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখার চেষ্টা করুন। সাথে সিলিং ফ্যান চালান।
২। নিয়মিত এসির ফিল্টারটি পরিষ্কার করবেন ও সার্ভিসিং করবেন।
৩। ঘুমানোর সময় এসিতে টাইমার লাগান এবং সেটি স্লিপ মোডে রাখুন।
এবার আসা যাক এসির বিকল্প পদ্ধতিগুলোতে
জানালায় খসখস ব্যবহার করা
আগেকার দিনেও কিন্তু গরমের দাবদাহ ছিলো তবে তখন এতো বেশি এয়ারকন্ডিশনার ব্যবহৃত হতো না। আগেকার দিনের বাড়িতে সাধারণত জানলায় খসখস ব্যবহার করা হতো। এগুলিতে জল স্প্রে করে দিলে দিব্যি ঠান্ডা থাকে ঘর। এই খসখস আপনি অনলাইন থেকেও চাইলে কিনতে পারেন।
ভেজা কাপড় জানালায় রাখা
কোনো মোটা চাদর বা কাপড় যদি ভিজিয়ে জানালায় ছড়িয়ে দেন তাহলে দিনের বেলায় কিন্তু খুবই ঠান্ডা থাকে ঘর। ঘরে আর্দ্রতা বাড়ে যা ঘরটিকে শীতল করে তোলে।
ঘরের আলো নিভিয়ে রাখা
খুব প্রয়োজন না হলে দিনের বেলায় ঘরের আলো নিভিয়ে রাখুন। অতিরিক্ত আলো জ্বালিয়ে রাখলে ঘরে তাপমাত্রা বাড়িয়ে তোলে। এছাড়া টিউবলাইটের পরিবর্তে আপনি এলইডি লাইট ব্যবহার করতে পারেন।
পেডেস্টাল ফ্যান
পেডেস্টাল ফ্যানের সামনে আইসবক্স রেখে দিন। যা ঠান্ডা হাওয়া ছড়িয়ে ঘর শীতল করে তুলবে।
ঘরের ভেতর গাছ রাখা
এমন অনেকেই রয়েছেন যারা তাদের ঘরে ইনডোর গাছ ব্যবহার করেন। এই গাছগুলি কিন্তু ঘরের তাপমাত্রা কমানোয় ভীষণই উপযোগী। তাই চেষ্টা করুন কয়েকটি ছোটো গাছ ঘরে রাখার।
আরও পড়ুন,
*ক্ষনিকের মধ্যে কনকনে ঠান্ডা হবে ঘর, এসি চালানোর পূর্বে মাথায় রাখুন ৩ টিপস
*বাড়িতে এসি আছে? মেনে চলুন এই টিপস, কমে যাবে বিদ্যুৎ বিল