৪৩ হাজার কোটি দিয়ে নৌসেনার জন্য ৬টি অত্যাধুনিক ডুবোজাহাজ

20240707 162242

প্রায় ৪৩ হাজার কোটি টাকা খরচ করে ভারতীয় নৌসেনার জন্য তৈরি করা হবে ডুবোজাহাজ। জানা যাচ্ছে, এই ডুবোজাহাজ তৈরি করে হবে ৬টি। ডুবোজাহাজের নাম দেওয়া হয়েছে ‘প্রজেক্ট ৭৫১’। এই কৌশলগত অংশীদারত্বে ভারতের সঙ্গে অংশ নিতে পারে জার্মানি ও স্পেন।

স্পেনের প্রেসিডেন্ট পেড্রো স্যাঞ্চেজ ও জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজের ভারত সফরে এই বিষয়ে তাদের সঙ্গে আলোচনা হতে পারে বলে সূত্রের মাধ্যমে জানা গিয়েছে। জানা যাচ্ছে, ‘প্রজেক্ট ৭৫’-এর প্রকল্পের আওতায় দেড় দশক আগে ভারত ফরাসি সংস্থা ডিসিএনএস-এর সঙ্গে নকশা ও প্রযুক্তিগত সহায়তা চুক্তির ভিত্তিতে ৬টি কলভরী গোত্রে স্করপেন ডুবোজাহাজ তৈরি শুরু করে।

২০১৫ সালে প্রথম ভারতীয় নৌবাহানীকে দেওয়া হয় প্রথম স্টেলথ ডুবোজাহাজ আইএনএস। এরপর শেষ এমন ডুবোজাহাজ নৌবাহিনীর জন্য তৈরি হয়েছিল ২০২০ সালে। এদিকে ২০২১ সালে অ্যাকুইজিশন কাউন্সিল (ডিএসি)-এর বৈঠকে ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পে ভারতীয় নৌবাহিনীর ৬টি অত্যাধুনিক ডুবোজাহাজ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়৷

এরপর কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক ও সংসদের মন্ত্রীসভা এতে শিলমোহর দেয়। জানা যাচ্ছে, গতবছর ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ এবং জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াসের উপস্থিতিতে চূড়ান্ত কথাবার্তা হয়৷