শাশুড়ির মৃত্যুকামনা করে ভগবানের কাছে টাকা দান ভক্তের, ঘটনায় বিস্মিত সকলে

মন্দিরে পুজো দিতে এসে অনেকেই প্রণামী হিসেবে টাকা দিয়ে যান। এই ঘটনা নতুন নয়। কিন্তু সম্প্রতি একটি ঘটনা উঠে এসেছে যা জানার পর বিস্মিত হচ্ছেন সকলে। সকলের মতন কোনও এক ভক্ত প্রণামী দান করেছিলেন। এতেই শেষ নয়। সেই নোটে শাশুড়ির মৃত্যুকামনায় ভগবানের দয়া চেয়েছেন তিনি। নিজের পরিবারের সদস্যের জন্য মৃত্যুকামনা এবং তা ভগবানের কাছে! এই ঘটনায় বিস্মিত সকলে।

এইক্ষেত্রে বিস্মিত হওয়ার বিষয় আরও একটি রয়েছে। আর তা হল, ভগবানের কাছে যে পদ্ধতিতে প্রার্থনা করা হয়েছে তা দেখে অবাক সকলে। যদিও অনেকেই নোটের উপর নিজের ভালোবাসার মানুষের নাম লেখেন। যদিও সেটি নিজের কাছে রেখে দেওয়ার জন্য করেন। কিন্তু এক্ষেত্রে তেমনটা হয়নি। বরং সেই টাকায় শাশুড়ির মৃত্যুকামনা করা হয়েছে।

২০ টাকার ওই নোটে মনের কথা জানানো হলেও তাতে ভালোবাসার লেশমাত্র নেই। কিন্তু কে এই কাজ করেছেন তা যদিও জানা আর সম্ভব নয়। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের এক মন্দিরে। সেখানে এক ভাগ্যবন্তী দেবীর মন্দিরে এমন কাণ্ড ঘটেছে। যদিও প্রতিদিন প্রণামীর বাক্স খালি করা হয়। সবসময় যে টাকা থাকে তা নয়। বরং কখনও টাকা, শাড়ি, গয়না কিংবা চিঠিও থাকে।

অনেকেই ভগবানকে উদ্দেশ্য করে চিঠি লেখেন। তেমনই এদিনও খালি করার জন্য খোলা হয় প্রণামীর বাক্স। আর তা খুলতেই চমক। প্রণামীর বাক্স খোলার সময় দেখা যায় একটি ২০ টাকার নোট। আর তাতে লেখা রয়েছে, “আমার শাশুড়ির দ্রুত মৃত্যু হোক।” কার লেখা এবং কেনো তিনি লিখেছেন তা জানা যায়নি। তবে এটি যে অত্যন্ত নিম্ন মানসিকতার পরিচয় তা অনেকেই বলেছেন।

আরও পড়ুন,
*সইফ আলি খান নয়, বরং দুষ্কৃতিদের প্রথম টার্গেট ছিল শাহরুখ খানের ‘মন্নত’, অনুমান পুলিশের

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক