স্বামীকে শেষ বারের মতো ছুঁয়ে দেখার চেষ্টা! হাসপাতালেই নভজ্যোতকে বিদায় সন্দীপেরে

বহু কষ্টে কোনোমতে হাত বাড়িয়ে প্রিয় মানুষটিকে শেষবারের মত ছুঁয়ে দেখার চেষ্টা করলেন সন্দীপ কউর। সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। তাঁর শয্যার পাশে নিয়ে আসা হল সাদা কাপড়ে ঢাকা নভজ্যোত সিংহের মৃতদেহকে। মুখের কাছে কাপড়টা একটু সরানো। যাতেকরে তাঁকে শেষ বারের মতো প্রিয়জনেরা দেখতে পান। হৃদয়ে মোচড় দেবে, এমনই একটি দৃশ্য প্রকাশ্যে এসেছে।

দিল্লির ধৌলা কুয়াঁয় গত রবিবার এক বিএমডব্লিউর ধাক্কায় মৃত্যু হয়েছে অর্থ মন্ত্রকের সচিব নভজ্যোতের। হাসপাতালে চিকিৎসাধীন তাঁর স্ত্রী সন্দীপ। দুর্ঘটনার পর একই হাসপাতালে নিয়ে আসা হয়েছিল তাদেরকে। নভজ্যোতের মৃত্যু হয়েছে। সেই ঘটনার ৪৮ ঘণ্টা পর নভজ্যোতের মৃতদেহ নিয়ে আসা হয় স্ত্রী সন্দীপের কাছে। প্রায় অচৈতন্য অবস্থাতে সন্দীপ দেখলেন তাঁর চারদিকে রয়েছে অনেক চেনা মুখের ভিড়। আর তাঁর শয্যার পাশে রয়েছে একটি স্ট্রেচার। সেই স্ট্রেচারে শোয়ানো নভজ্যোতের মৃতদেহ।

আরও পড়ুন,
অবশেষে কি বড় পর্দায় ফিরতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য? কোন পরিচালকের হাত ধরে রুপোলী জগতে ফিরছেন অভিনেতা?

স্বামীর মৃতদেহ সন্দীপের খুব কাছে আনা হলে বহু কষ্টে ডান হাতটা তুলে একটু তুলে শেষবারের মতো এক বার নভজ্যোতের মুখে হাত বোলালেন সন্দীপ। শেষবারের মতো প্রিয় মানুষটিকে ছুঁয়ে দেখলেন সন্দীপ। কাঁদার মতো অবস্থাতে নেই তিনি। শুধুমাত্র নিঃশব্দে চোখের কোন বেয়ে অঝোরে জল গড়িয়ে পড়ল। আত্মীয়-পরিজনেরা এই দৃশ্য দেখে নিজেদের কান্না সামলাতে পারলেন না।

আরও পড়ুন,
উত্তর ও দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস? কতদিন চলবে বর্ষা? কী জানাল হাওয়া অফিস?

অল্প কিছু সময়ের জন্য নভজ্যোতকে সন্দীপের কাছে রাখা হয়েছিল। তার পরই তাঁর মৃতদেহ নিয়ে যাওয়া হয় শেষকৃত্যের জন্য। গত রবিবার স্ত্রী সন্দীপকে নিয়ে বাইকে করে সেন্ট্রাল দিল্লির বাংলা সাহিব গুরুদ্বার গিয়েছিলেন নভজ্যোত। আরকে পুরমে মধ্যাহ্নভোজ সারার পর প্রতাপনগরে নিজেদের বাড়িতে ফিরছিলেন তারা।

কিন্তু ধৌলা কুয়াঁর কাছে ১টি বিএমডব্লিউ নিয়ন্ত্রণ হারিয়ে নভজ্যোতের বাইকে ধাক্কা মারে।যার ফলে ছিটকে পড়েন নভজ্যোত ও তাঁর স্ত্রী। এর পর গুরুতর জখম অবস্থায় তাদের দু’জনকে। হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি, মৃত্যু হয় নভজ্যোতের। সূত্র মারফত খবর, এই ঘটনায় পর গ্রেফতার হয়েছেন বিএমডব্লিউর চালক গগনপ্রীত।

error: Content is protected !!