Saregamapa: বাংলা গানের রিয়েলিটি শো বলতে প্রথমেই মাথায় আসে ‘সারেগামাপা’-এর কথা। বছর বছর এই রিয়েলিটি শো’য়ের মধ্যে দিয়ে কত শিল্পীর জন্ম হয়৷ বাংলা কেন্দ্রীক হলে বাংলার নানান প্রান্ত থেকে শিল্পীরা গান গাইতে আসেন। গানের দুনিয়ায় প্রতিযোগী হিসেবে পা রাখার পর ধীরে ধীরে বাড়তে শুরু করে জনপ্রিয়তা। এরপর প্রতিযোগীরা ধীরে ধীরে নিজের পরিচয় তৈরি করেন৷
এবারও টেলিভিশনের পর্দায় জি বাংলায় ‘সারেগামাপা’-এর নতুন সিজন শুরু হয়েছে। সেই রিয়েলিটি শো’য়ে দেখা মিলছে বাংলার প্রতিভাবান সমস্ত শিল্পীদের। তেমনই একজন প্রতিযোগী হলেন পাহাড়ের আরিয়ান তামাং পাখরিন। সম্প্রতি জি বাংলার তরফে একটি প্রোমো ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে।
সেই ভিডিওতে দেখা গিয়েছে দার্জিলিংয়ের গ্লেনবার্ন টি এস্টেটের ছেলে আরিয়ান তামাং পাখরিনকে। রিয়েলিটি শো’তে জায়গা করে নিয়েছেন তিনি৷ এর পাশাপাশি গান করেও সকলকে চমকে দিয়েছেন। ‘রাজ’ ছবির গান ‘ও সোনিও’ গানটি গেয়ে সকলকে চমকে দিয়েছেন। এই গানটিতে কন্ঠ দিয়েছেন সোনু নিগম, শ্রেয়া ঘোষাল।
তার গান শুনে বিচারক পদে থাকা সকলেই মুগ্ধ। শান্তনু মৈত্র আনন্দে লাফিয়ে বলে ওঠেন, “ওয়েলকাম টু জি বাংলা সারেগামাপা”। এই গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এদিকে এবারের সিজনে ‘সারেগামাপা’-এ কোনো মেন্টর থাকছেন না। বরং থাকছেন ৮ বিচারক শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কৌশিকী চক্রবর্তী, জোজো মুখোপাধ্যায়, জাভেদ আলি।
তারা ৮ কন মিলে চারটি দল তৈরি করবেন। সেখানেই তারা ৩১ জন প্রতিযোগীর গানের প্রতিযোগিতায় অংশীদারত্ব করবেন। তবে কে টিকে থাকতে পারে তা জানতে গেলে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবারের সিজনে সঞ্চালক হিসেবে দেখা যাবে টলিউড অভিনেতা আবীর চট্টোপাধ্যায়কে।