Sayantika Banerjee said, 'There is no question of resignation''পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না', মুখ খুললেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়

শোনা গিয়েছিল লোকসভার আসনে প্রার্থী হতে না পাওয়ার জন্য নাকি তৃণমূল থেকে পদত্যাগ করছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়! তবে সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন এই তথ্য মোটেও সত্যি নয়। রবিবার তৃণমূলের প্রার্থীতালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে নাম নেই তার।

এরপরেই বিভিন্ন জায়গায় দাবী করা হয়েছে যে তৃণমূল থেকে পদত্যাগ করছেন তিনি। তবে সোমবার এই বিষয়ে তিনি বলেন, ‘প্রার্থী হতে পারিনি বলে অভিমান ছিল। কিন্তু তাই বলে দলের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই। ফলে পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না।’

আসলে সোমবার সায়ন্তিকার একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তবে সেখানে তার কোনো সই ছিল না। এই বিষয়ে তার সংযোগ, ‘আমার চিঠি হলে তাতে আমার সই থাকবে। কিন্তু তা তো নেই, কে বা কারা এটা করেছেন আমার জানা নেই। তবে আমি একটা কথা জোর দিয়ে বলতে চাই যে দলে যেমনভাবে ছিলাম তেমনি রয়েছি।’

অন্যদিকে রোববার ব্রিগেডে তৃণমূলের সমাবেশ হয়েছিল। তা শেষ হওয়ার আগে তিনি মঞ্চ থেকে নেমে যান। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা ঠিক যে আমি অনেক আগেই বেরিয়ে গিয়েছিলাম। কারণ, আমার শরীর খারাপ লাগছিল। আমি সেই মুহূর্তে আমার গাড়িচালকের সাথে কথা বলতে বলতে বেরিয়ে যাই।’

উল্লেখযোগ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাঁকুড়ার কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন তিনি। তবে সেখানে তিনি হেরে যান। যদিও তাকে দলের রাজ্য সাধারণ সম্পাদক করা হয়েছিল। তবে তিনি মনে করেছিলেন এবার হয়তো লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারবেন। যদিও তৃণমূলের তরফ থেকে তার নাম ঘোষণা করা হয়নি।

Note: ফলো করুন Google News, Instragram, Facebook পেজ।
এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক