সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় তুললেন ১৪৫ কেজি ওজনের লোহার দণ্ড, তরুণীর সাহসিকতায় মুগ্ধ নেট দুনিয়া, দেখুন ভিডিও

সাত মাসের গর্ভবতী অবস্থায় ১৪৫ কেজি ওজন তুলে সকলকে চমকে দিলেন দিল্লি পুলিশের কনস্টেবল সোনিকা যাদব। তিনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তাতে মুগ্ধ নেট দুনিয়ার মানুষ। ওই কনস্টেবলের ওয়েটলিফটিং-এর ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর তা দেখেই চমকে গিয়েছেন সকলে। কেউ কেউ যেমন উদ্বিগ্ন হয়েছেন, আবার অনেকে ওই তরুণীর সাহস দেখে মুগ্ধ হয়েছেন। নেট দুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, সোনিকা নামের ওই তরুণীর স্ফীতোদর স্পষ্ট।

প্রতিযোগী হিসেবে নির্দিষ্ট পোশাকে যখন তিনি ওয়েটলিফটিং করার জন্য হাজির হন সেইসময় তিনি তার হাত দিয়ে প্রথমে স্ফীতোদরটি স্পর্শ করেন। এরপর প্রবল মনোবলের সাহায্যে তুলে ধরেন ১৪৫ কেজি ওজনের লোহার দণ্ডটি। জানা গিয়েছে, ওই তরুণী স্কোয়াটে ১২৫ কেজি, বেঞ্চ প্রেসে ৮০ কেজি ও ডেডলিফটে ১৪৫ কেজি ওজন তুলেছেন।

তার অসাধারণ পারফরম্যান্সের জন্য সেখানকার দর্শকরা যেমন মুগ্ধ হয়েছেন তেমনই আবার নেট দুনিয়ার মানুষও বিস্ময় প্রকাশ করেছেন। যদিও প্রথমে প্রতিযোগীতার স্থানে তিনি হাজির হওয়ার পর কেউ বুঝতে পারেননি তিনি অন্তঃসত্ত্বা। কারণ তার পরনে ছিল ঢিলেঢালা পোশাক। পরে যখন তিনি একজন প্রতিযোগী হিসেবে ভারোত্তোলনের জন্য নির্দিষ্ট পোশাকে হাজির হন সেইসময় তার স্ফীতোদর স্পষ্ট হয়। আর তারপর তা দেখে অনেকেই অবাক। সোনিকা নামের ওই তরুণী মে মাসে জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা।

তার স্বামী ভেবেছিলেন তিনি প্রতিযোগিতায় অংশ নেওয়া বন্ধ রাখবেন। কিন্তু সকলকে অবাক করে সাত মাসের গর্ভবতী হয়েও প্রতিযোগিতায় নাম লিখিয়েছেন ওই তরুণীর। এরপর বিজেতা হয়ে পুরস্কার নিয়ে ফিরেছেন। জানা যাচ্ছে, তিনি তার চিকিৎসকের পরামর্শ নিয়েই এমন কাজ করেছেন। এর পাশাপাশি তরুণীর অনুপ্রেরণা হলেন লুসি মার্টিন্স। লুসিও সোনিকার মতন অন্তঃসত্ত্বা অবস্থায় ওজন তুলেছিলেন। সোনিকা লুসির সঙ্গে যোগাযোগ করেন ও প্রশিক্ষণ নেওয়ার পরিকল্পনার জন্য পরামর্শ চান। এভাবেই মনোবল বেড়েছিল সোনিকার।

অফবিট
আন্টার্কটিকার বরফে ভারতের বর্ষার জন্ম, জানাল গবেষণা

#weightlifting #inspirationalvideo #sonikayadav

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক