শাবানা আজমির ৭৫ তম জন্মদিনে চাঁদের হাট! নাচে মেতে উঠলেন রেখা, মাধুরী, বিদ্যা, উর্মিলা

স্ত্রী শাবানার ৭৫ তম জন্মদিনে তার সাথে নাচে মেতে উঠলেন জনপ্রিয় চিত্রনাট্যকার তথা কবি জাভেদ আখতার। আর তাদের সেই বিশেষ পার্টিতে সঙ্গ দিয়েছেন বলিউডের একঝাঁক তারকারা। যে তালিকায় রয়েছেন রেখা থেকে শুরু করে মাধুরী দীক্ষিত, বিদ্যা বালান, করণ জোহার প্রমুখ।

১৮ই সেপ্টেম্বর ছিল জনপ্রিয় অভিনেত্রী শাবানা আজমির ৭৫ তম জন্মদিন। এদিন তাদের বাড়িতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানকারই টুকরো টুকরো দৃশ্য উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে সকলেই মুগ্ধ হয়ে গিয়েছেন। কারণ, এই বয়সেও শাবানা ও জাভেদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো।

আরও পড়ুন,
দেবের মুখে প্রশংসা শুনে দশ হাত উপরে উঠে গিয়েছেন সোহিনী! বেঙ্গল ট্যুরের শেষদিনে আবেগপ্রবণ অভিনেত্রী

সম্প্রতি একটি ভিডিওতে দেখা গিয়েছে ‘প্রিটি লিটল বেবি’ গানে একসঙ্গে নাচছেন শাবানা এবং জাভেদ। উপস্থিত দর্শকেরা চিৎকার করে তাদের উৎসাহ বাড়িয়েছেন। আরো একটি ভিডিওতে দেখা যায় রেখা, মাধুরী, বিদ্যা, উর্মিলা ‘পরিণীতা’ সিনেমার জনপ্রিয় গানে একসঙ্গে তাল মিলিয়েছেন।

আরও পড়ুন,
*মাত্র ৫২-তেই নিভল জীবন প্রদীপ, মর্মান্তিক মৃত্যু ভারতীয় খ্যাতনামা গায়ক জুবিন গর্গের

তাদের উৎসাহ দিচ্ছেন করণ জোহর, সংগীতশিল্পী সোনু নিগম থেকে শুরু করে নামকরা ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা। এক কথায় বলতে গেলে তাদের বাড়িতে চাঁদের হাট বসে গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় এই দৃশ্যগুলি উঠে আসতেই শাবানাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা।

উল্লেখযোগ্য, বলিউডের বর্ষীয়ান একজন অভিনেত্রী হলেন শাবানা। দীর্ঘদিন তিনি বলিউডে রাজত্ব করেছেন। এরপর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জাভেদ আখতারের সাথে। জাভেদের আগের পক্ষের দুই সন্তান ফারহান আখতার এবং জোয়া আখতার। শাবানা এবং জাবেদের কোনো সন্তান নেই।

error: Content is protected !!