গত ২৭শে জুন মৃত্যু হয়েছে জনপ্রিয় অভিনেত্রী শেফালি জারিওয়ালার। তার মৃত্যুর পর থেকে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এত কম বয়সে তার মৃত্যু তার অনুরাগী সহ সকলকে ধাক্কা দিয়েছে। মালার চাদরে লাল ওড়নায় আবৃত করে অভিনেত্রীর দেহ ওশিয়ারা শ্মশানে নিয়ে যান শেফালির স্বামী পরাগ ত্যাগী ও তার মা।
স্ত্রীকে চিরবিদায় দেওয়ার আগে তার কপালে পরাগ এঁকে দেন চুমু। শেষবারের মতন মেয়েকে আগলে অসহায়ভাবে বসেছিলেন মা। শুক্রবার রাত থেকে সকলের মনে একটিই প্রশ্ন, অভিনেত্রীর মৃত্যু হল কীভাবে? পুলিশের তরফে জানানো হয়, মৃত্যুর কারণ এখনও কিছু বলা যাচ্ছে না। মৃত্যুর কারণ নিশ্চিত করতে তদন্ত শুরু হয়েছে।
এর পাশাপাশি ডেপুটি কমিশনার জানিয়েছেন, শেফালির দেহ ময়নাতদন্ত করে কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। গত শুক্রবার আন্ধেরি এলাকায় রাতে নিজের বাড়িতে মৃত্যু হয় শেফালির। এরপর শুক্রবার গভীর রাতে শেফালিকে নিয়ে হাসপাতালে যান স্বামী পরাগ ত্যাগী। সেখানে শেফালিকে মৃত বলে ঘোষণা করা হয়। ওইদিন রাত ১টা নাগাদ পুলিশের কাছে খবর পৌঁছায় বলে জানা গিয়েছে।
যদিও শেফালির মৃত্যুর কারণ নিয়ে হাসপাতালের তরফে কিছু জানানো হয়নি। শেষবার স্ত্রী-কে বিদায় দেওয়ার সময় ক্লান্ত ও হতাশ দেখাল তার স্বামী পরাগ ত্যাগীকে। স্ত্রী-এর কপালে চুম্বন এঁকে গাকে চিরবিদায় দিলেন তিনি। এদিকে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেফালির একটি পোস্ট ভাইরাল হয়ে গিয়েছে। যেটি শেফালি বহুদিন আগে পোস্ট করেছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সিদ্ধার্থ শুক্লার।
তার সঙ্গে ছবি পোস্ট পরে শেফালি লেখেন, তাদের আবার একসঙ্গে দেখা হবে। অবশেষে যেনো সেই কথাই সত্যি হল। শোনা যায়, ‘বিগ বস’-এর ঘরে সিদ্ধার্থ শুক্লার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন শেফালি। শেফালি প্রথম বিয়ে করেন গায়ক হরমিত সিং-কে। ২০০৯ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। এরপর ২০১৪ সালে ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকের অভিনেতা পরাগ ত্যাগীকে বিয়ে করেন শেফালি।