শোয়েব আখতারের মতো বোলিং অ্যাকশন, লম্বা চুল, আর দুরন্ত গতি—ওমানের ডি১০ লিগে নজর কাড়ছেন পাকিস্তানের পেসার মহম্মদ ইমরান।
আড়াই দশকেরও বেশি সময় আগে আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব হয়েছিল পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতারের। এবার তাঁর মতোই বোলিং অ্যাকশন ও লুক নিয়ে আলোচনায় উঠে এসেছেন নতুন এক পেসার—মহম্মদ ইমরান। ওমানের ডি১০ লিগে খেলেই ভাইরাল হয়ে গিয়েছেন তিনি।
চেহারায় ও অ্যাকশনে যেন হুবহু ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’-এর ছায়া। কাঁধ পর্যন্ত লম্বা চুল, ছিপছিপে গঠন—সব মিলিয়ে তাঁকে এখন নেটদুনিয়া ডাকছে ‘জুনিয়র শোয়েব আখতার’। যদিও ইমরানের বলের গতি শোয়েবের চেয়ে কিছুটা কম, তবুও তাঁর আগ্রাসী বোলিং মুগ্ধ করেছে দর্শকদের।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার বাসিন্দা ইমরান। পরিবার চেয়েছিল তিনি সেনাবাহিনীতে যোগ দিন। কিন্তু ক্রিকেটার হওয়ার স্বপ্নে ১৮ বছর বয়সে বাড়ি ছেড়ে করাচি পাড়ি দেন তিনি। সেখানেই ট্রায়ালে নিজের প্রতিভা প্রমাণ করে অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পান। পরে ওমানের ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে ডাক আসে তাঁর কাছে।
প্রথমদিকে মাসকাটে সিসিটিভি ক্যামেরা লাগানোর কাজ করতেন ইমরান। সেই সঙ্গে ক্রিকেট চালিয়ে যান এবং শেষ পর্যন্ত ওমানের জাতীয় দলে জায়গা করে নেন। ডি১০ লিগে আইএএস ইনভিন্সিবলস দলের হয়ে ১৪ ম্যাচে ২১ উইকেট নিয়ে নজর কাড়েন এই পেসার। তাঁর গড় ১০.৭১, ইকনমি ৮.৬৫।
ওমানের হয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিষেক টি-২০ ম্যাচে ২৩ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন তিনি। নিজের লড়াই আর প্রতিভা দিয়েই আজ ‘জুনিয়র শোয়েব আখতার’ হয়ে উঠেছেন মহম্মদ ইমরান।
Junior Shoaib Akhtar 🇵🇰
– He bowls with an action like Shoaib Akhtar's—the speed is a bit low, but it's a replica of a legendary action 👏🏻
– What's your take 🤔 pic.twitter.com/v03PBkvEV0
— Richard Kettleborough (@RichKettle07) October 27, 2025
খবর
চেন্নাইয়ে তরুণীকে যৌন নির্যাতন, গ্রেফতার বাইক চালক
#ShoaibAkhtar #MuhammadImran #OmanCricket #D10League #PakistanCricket #ViralBowler #JuniorShoaibAkhtar #CricketNews #FastBowler #SportsBuzz
