ফের গুলি চলল কপিল শর্মার ক্যাফেতে! চার মাসে তৃতীয় হামলায় চাঞ্চল্য

কানাডায় ফের কৌতুক অভিনেতা কপিল শর্মার ক্যাফেতে গুলি! বুধবার গভীর রাতে ব্রিটিশ কলাম্বিয়ার সারে (Surrey) শহরে অবস্থিত কপিল শর্মার “Caps Café”-তে একের পর এক গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনায় কেউ আহত না হলেও আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

এটি গত চার মাসে তৃতীয়বারের মতো কপিল শর্মার ক্যাফেতে হামলার ঘটনা। পুলিশ সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে একটি গাড়ি থেকে গুলি চালানো হয়। একটি ভিডিওতে দেখা গেছে, গাড়ির ভেতর থেকে একজন ব্যক্তি জানালার বাইরে হাত বের করে পিস্তল থেকে একাধিক রাউন্ড ফায়ার করছেন। ভিডিওতে অন্তত তিন রাউন্ড গুলি শোনা গিয়েছে বলে জানা যায়।

হামলার দায় স্বীকার গ্যাংস্টারদের

এই ঘটনার দায় স্বীকার করেছে কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ধিলন এবং কুলদীপ সিধু। তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন—

“Caps Café-এ সংঘটিত তিনটি গুলিবর্ষণের দায় আমরা নিচ্ছি। তবে সাধারণ মানুষের সঙ্গে আমাদের কোনও শত্রুতা নেই। যারা অবৈধ কাজে যুক্ত, বা মানুষকে প্রাপ্য অর্থ দেয় না, তাদের সতর্ক থাকা উচিত।”

তাদের বার্তায় আরও উল্লেখ করা হয়েছে, বলিউডে যারা ‘ধর্মবিরোধী মন্তব্য’ করেন, তারাও নিশানায় আছেন। পোস্টে লেখা ছিল—

“গুলি যেকোনও দিক থেকে আসতে পারে। প্রস্তুত থাকুন।”

এর আগের দুই হামলা

৮ আগস্ট দ্বিতীয়বার কপিল শর্মার ক্যাফেতে গুলি চলে। সেই সময় অন্তত ২৫টি রাউন্ড ফায়ার করা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে হামলাকারীদের একজনকে বলতে শোনা যায়,

“আমরা লক্ষ্যবস্তুকে ফোন করেছিলাম, কিন্তু সে সাড়া দেয়নি, তাই ব্যবস্থা নিতে হয়েছে। যদি এবারও না শোনে, তবে পরবর্তী পদক্ষেপ হবে মুম্বইয়ে।”

এই সতর্কবার্তার পর কপিল শর্মার মুম্বইয়ের বাড়ির নিরাপত্তা জোরদার করা হয়।

বিনোদন
Raj-Subhasree: একে অপরকে আলিঙ্গনে বেঁধে রেখেছেন রাজ-শুভশ্রী! ছবি দেখে কী বললেন ভক্তরা? জানুন

প্রথম আক্রমণটি ঘটে ১০ জুলাই, যখন কিছু কর্মচারী তখনও ক্যাফের ভিতরে ছিলেন। গুলিতে কেউ আহত না হলেও অন্তত ১০টি বুলেট ক্যাফের জানালায় আঘাত করে। সেই ঘটনার পর সন্ত্রাসী সংগঠন বাব্বর খালসা ইন্টারন্যাশনাল (BKI)-এর এক সদস্য দাবি করেন, কপিল শর্মার শো-তে এক পারফর্মারের নিহং শিখ সম্প্রদায়কে নিয়ে মন্তব্যে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছিল।

তদন্তে নেমেছে কানাডিয়ান পুলিশ

ঘটনার তদন্ত শুরু করেছে কানাডার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, কপিল শর্মার টিমও পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে। তবে এখনও পর্যন্ত কোনও গ্রেপ্তারি হয়নি।

চলতি বছরে কানাডায় ভারতীয় সেলিব্রিটিদের ব্যবসায়িক প্রতিষ্ঠানকে লক্ষ্য করে একাধিক গ্যাং হামলার ঘটনা ঘটেছে। কপিল শর্মার ক্যাফেতে টানা তিনটি হামলা সেই প্রবণতারই সর্বশেষ সংযোজন।

বিনোদন
ড্রিম গার্ল হেমা মালিনীর জন্মদিনে শোকের ছায়া!

#KapilSharma #CapsCafeShooting #CanadaNews #SurreyShooting #GangsterAttack #GoldyDhillon #KuldeepSidhu #LawrenceBishnoiGang #BollywoodNews #KapilSharmaCafe #CrimeNews #DigitalDesk #BreakingNews

error: Content is protected !!