মাদক মামলায় তলব শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধান্ত, জেরায় উঠে এসেছে আরও বলিউড তারকার নাম

মুম্বইয়ের বহুলচর্চিত ২৫২ কোটি টাকার মেফেড্রোন বাজেয়াপ্ত মামলা নতুন মোড় নিচ্ছে। এই মামলায় এবার তলব করা হয়েছে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের ভাই ও অভিনেতা সিদ্ধান্ত কাপুরকে। সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, আগামী ২৫ নভেম্বর মুম্বই পুলিশ তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে বয়ান রেকর্ডের জন্য।

এর আগে একই মামলায় সোশ্যাল-মিডিয়া ইনফ্লুয়েন্সার ওরহান আউটারামানি (অরি)-কে তলব করা হয়েছিল। তবে তিনি ব্যক্তিগত কারণে হাজিরা দিতে না পেরে আইনজীবীর মাধ্যমে সময় বাড়ানোর আবেদন করেন। অরি যদিও ১৯ নভেম্বর মুম্বইতে ট্র্যাভিস স্কটের কনসার্টে উপস্থিত ছিলেন বলে জানা যায়—যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে।

মূল অভিযুক্তের জেরায় উঠে আসে একাধিক তারকার নাম

মামলার মূল অভিযুক্ত মহম্মদ সেলিম মহম্মদ সুহেল শেখকে গত মাসে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর জেরায় উঠে আসে কয়েকজন বলিউড ও রাজনৈতিক ব্যক্তিত্বের নাম। অভিযোগ, শেখ ভারত ও বিদেশে বিলাসবহুল পার্টির আয়োজন করতেন, যেখানে বলিউড তারকা নোরা ফাতেহি, শ্রদ্ধা কাপুর, সিদ্ধান্ত কাপুর, নির্মাতা আব্বাস-মস্তান, র‌্যাপার লোকা, অরি এবং এনসিপি নেতা জিশান সিদ্দিকীর মতো হাই-প্রোফাইল অতিথিরা উপস্থিত ছিলেন।

তবে এই অভিযোগে কারও বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও আদালত-স্বীকৃত প্রমাণ প্রকাশ্যে আসেনি। শ্রদ্ধা বা সিদ্ধান্ত কেউই এখনো জনসমক্ষে প্রতিক্রিয়া জানাননি।

বিরাট মাদক চক্রের হদিশ

এই মামলার সূত্রপাত মার্চ ২০২৪ সালে, যখন সাঙ্গলির একটি খামারবাড়িতে মেফেড্রোন তৈরির গোপন কারখানায় হানা দেয় মুম্বই পুলিশ। সেখান থেকে বাজেয়াপ্ত হয় ১২৬.১৪ কেজি মেফেড্রোন—বাজারমূল্য প্রায় ২৫২ কোটি টাকা। তদন্তকারীরা দাবি করেন, এই কারখানাকে কেন্দ্র করে মহারাষ্ট্র জুড়ে একটি বড় মাদক চক্র সক্রিয় ছিল।

আগামী ২৫ নভেম্বর নজর থাকবে মুম্বই পুলিশের দফতরে

সিদ্ধান্ত কাপুরকে এর আগে ২০২২ সালে বেঙ্গালুরুতে মাদক সেবনের অভিযোগে আটক করা হয়েছিল। তাই নতুন করে তাঁর নাম ওঠায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে জনমনে। পুলিশি সূত্র জানিয়েছে, তদন্তের স্বার্থে আরও কয়েকজনকে তলব করা হতে পারে।

আগামী ২৫ নভেম্বর সিদ্ধান্ত কাপুর উপস্থিত থাকেন কি না এবং তাঁর বয়ানে কী উঠে আসে—সেদিকে এখন নজর সবার। মামলার অগ্রগতিও তার ওপর অনেকটাই নির্ভর করবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন
বিয়ের কথা উঠতেই লজ্জায় লাল সোনামণি, প্রতীক–সোনামণির প্রেম ও বিয়ের জল্পনা তুঙ্গে

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক