Shreya Ghoshal: ‘আমার জীবনের ভালোবাসাকে জন্মদিনের শুভেচ্ছা’..স্বামীর জন্মদিনে বিশেষ পোস্ট শ্রেয়ার

Shreya: স্বামীর জন্মদিনে তাকে ভালোবেসে কেক তৈরি করে খাওয়ালেন জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya)! সম্প্রতি সেই ছবি তিনি ভাগ করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেলেও প্রিয় মানুষের হাতটি শক্ত করে ধরে রয়েছেন শ্রেয়া। উল্টো দিকের মানুষটিও তাই।

২০১৫ সালে গাঁটছড়া বেঁধেছিলেন শ্রেয়া ঘোষাল এবং শিলাদিত্য মুখার্জি। তবে তার আগে থেকেই শুরু হয়েছিল প্রেমের সম্পর্ক। একই স্কুল থেকে পড়াশোনা করেছিলেন তারা। ফলস্বরূপ ছোটবেলার প্রেমই বলা চলে। দেখতে দেখতে কতগুলো বছর একসাথে কাটিয়ে ফেললেন দু’জনে মিলে।

আরও পড়ুন,
Akshay Kumar: সাইবার দুনিয়ায় হেনস্থার শিকার অক্ষয়ের মেয়ে নিতারা! নগ্ন ছবি চেয়ে মেসেজ

সদ্য আসাম থেকে ফিরেছেন শ্রেয়া। সেখান থেকে এসে খুবই ঘরোয়াভাবে উদযাপন করেছেন তার স্বামীর জন্মদিন। এদিন বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। যার একটিতে দেখা যায় স্বামীর সাথে হাসিমুখে ছবি তুলেছেন। আরেকটিতে দেখা যায় ছেলেকে কোলে নিয়ে কেক কাটছেন শিলাদিত্য।

আরও পড়ুন,
জুবিন গর্গের মৃত্যু : ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য! ‘নিরাপত্তার অভাব ছিল’ বলছেন প্রয়াত গায়কের স্ত্রী গরিমা

শুধু তাই নয় নিজের হাতে বানানো কেকটিরও ছবিও তুলে ধরেছেন শ্রেয়া। আর ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমার জীবনের ভালোবাসা, আমার ধ্রুবক, সোনালী হৃদয়ের অধিকারী মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা। তুমি সবসময় সুখী এবং সুস্থ থাকো। তোমার, আমাদের, এবং চিরকাল!’

পোস্ট করা মাত্র সে ছবিগুলি তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। প্রত্যেকে সেখানে শিলাদিত্যকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও শ্রেয়ার প্রশংসা করেছেন এই সুন্দর কেকটি বানানোর জন্য। উল্লেখ্য, আইসিসি মহিলা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে আসাম গিয়েছিলেন শ্রেয়া। সেখানে গিয়ে জুবিন গর্গকে শ্রদ্ধাও জানিয়ে এসেছেন তিনি।

আরও পড়ুন,
১৪ বছর পর ফের ভারতে ফিরতে চলেছেন বিশ্বকাপজয়ী এলএম টেন, কলকাতায় কী কী কর্মসূচি রয়েছে তার? জানুন

error: Content is protected !!