‘দিওয়ানা’ সিনেমার ‘অ্যায়সি দিওয়াঙ্গি’ গানটি শোনেননি এমন মানুষ নেই বললেই চলে। নব্বইয়ের দশকে মুক্তি পাওয়া এই সিনেমা যেমন আজও সমান জনপ্রিয় দর্শকমহলে, তেমনই এই সিনেমার গানগুলিও মনে গেঁথে রয়েছে সকলের। এই গানই এবার শোনা গেল শ্রেয়া ঘোষালের কন্ঠে।
যা শুনে রীতিমতো মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছেন ভক্তরা। আসলে বর্তমানে একটি রিয়্যালিটি শো’তে বিচারকের ভূমিকায় দেখা যাচ্ছে তাকে। যেখানে প্রতিযোগীরা বিভিন্ন গান গাওয়ার পর সেগুলি অনেক সময় গাইতে দেখা যায় শ্রেয়াকে। সেরকমই এই গান সকলের অনুরোধে গেয়েছিলেন তিনি।
যা শুনে চমকে যান অন্যান্য বিচারক-সহ প্রতিযোগীরা। সম্প্রতি সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রত্যেকের মুখে একটাই কথা এই গান শুনে মনে হচ্ছে না যে তিনি এই গানের আসল শিল্পী নন। এতোটাই মন-প্রাণ দিয়ে গেয়েছেন তিনি। যা শুনে মুগ্ধ হয়ে গিয়েছেন সকলে।
উল্লেখ্য, ‘দিওয়ানা’ সিনেমা মূলত মুক্তি পেয়েছিল ১৯৯২ সালে। যেখানে অভিনয় করেছিলেন ঋষি কাপুর শাহরুখ খান এবং দিব্যা ভারতী। এই সিনেমা যেমন সুপারহিট ছিল তেমনি ছিল গানগুলিও। তারই জনপ্রিয় গান হল ‘অ্যায়সি দিয়াঙ্গি’, যেটি আসলে গেয়েছেন অলকা ইয়াগনিক এবং বিনোদ রাঠোর।
আজও বিভিন্ন অনুষ্ঠানে এই গান বাজতে দেখা যায়। যার দ্বারা এটাই স্পষ্ট হয় দীর্ঘ সময় পার হয়ে গেলেও এই গানের রেশ এখনো রয়ে গিয়েছে ভক্তদের মনে। সেই গানই আরো একবার প্রিয় শিল্পীর কন্ঠে শোনার পর পুরনো দিনের স্মৃতি রোমন্থন করেছেন শ্রোতারা।