Shreya Ghoshal: সপরিবারে দীপাবলীর আনন্দে মেতে উঠলেন জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন একগুচ্ছ ছবি। যেখানে দেখা যায় প্রদীপ জ্বালানো থেকে শুরু করে টেবিলভর্তি খাবার সাজানো, সবমিলিয়ে পরিবারের সকলে আনন্দে মেতে উঠেছিলেন।
আসলে যতই তার কাজের ব্যস্ততা থাকুক না কেন পরিবারের জন্য সময় রাখতে কখনোই ভোলেন না তিনি। স্বামী শিলাদিত্য মুখার্জি ও একমাত্র সন্তান দেব্যানের সাথে ভীষণই আদুরে মুহূর্ত কাটাতে দেখা যায় শ্রেয়াকে। আর সেসব ছবি ও ভিডিও তিনি ভাগ করে দেন সোশ্যাল মিডিয়ায়।
বিনোদন
Deepika: দীর্ঘ অপেক্ষার অবসান, মেয়ে দুয়াকে প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর
জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেলেও তিনি এখনো মাটির মানুষই রয়ে গিয়েছেন। সাধারণ মানুষের মতোই যে কোনো অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকেন। তেমনই দীপাবলি ও কালীপুজো উপলক্ষ্যে সকলে মিলে আনন্দ করেছেন। এদিন বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন শ্রেয়া।
যেখানে দেখা যায় কখনো তিনি শিলাদিত্যের বাহুডোরে রয়েছেন। আবার কখনো ছেলের সাথে। শুধু তাই নয় প্রদীপ জ্বালানো থেকে শুরু করে পরিবারের সকলের সাথে খাওয়া-দাওয়ায় মেতে ওঠা, সবই করেছেন আনন্দের সাথে। ছবিগুলো পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন দীপাবলির।
যা দেখার পর তাকেও দীপাবলীর শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা। তার জীবনে আরও বেশি খ্যাতি, সমৃদ্ধি ও শান্তি কামনা করেছেন। উল্লেখযোগ্য, প্রচুর গান গাওয়ার পাশাপাশি তিনি বর্তমানে একটি রিয়্যালিটি শো’এর বিচারকের আসনে রয়েছেন। সেখান থেকে মাঝেমধ্যেই তার নানান খুনসুটির দৃশ্য উঠে আসে। যেগুলি ভরপুর উপভোগ করেন সকলে।
বিনোদন
Sreemoyee: এই কাজটি না করতে পারায় দীপাবলিতে মন খারাপ শ্রীময়ীর! দুঃখপ্রকাশ করলেন মিডিয়ার কাছে
#shreyaghoshal #diwali