Shreya Ghoshal: ভক্তদের থেকে লাল রং চাইলেন শিল্পী শ্রেয়া! জানুন নেপথ্য কারণ

Shreya Ghoshal: ভক্তদের কাছে থেকে লাল রং চাইলেন জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। সাথে পোস্ট করলেন বেশ কয়েকটি ছবি। এবার হয়তো ভাবতে পারেন কি কারণে এমনটা করলেন তিনি? আসুন তাহলে খোলসা করেই জানা যাক। সোশ্যাল মিডিয়ায় বেশ ভালো রকম সক্রিয় শ্রেয়া।

যেখানে উঁকি দিলেই মিলবে তার একাধিক ছবি। সাধারণত বিভিন্ন অনুষ্ঠান বা রিয়্যালিটি শো’তে যাওয়ার আগে তিনি ফটোশ্যুট করিয়ে থাকেন। আর সেগুলি ভাগ করে নেন সকলের সাথে। বর্তমানে তিনি ‘ইন্ডিয়ান আইডল’এ বিচারকের ভূমিকা পালন করছেন। সেখানে যাওয়ার আগে করে নেন বেশ কিছু ফটোশ্যুট।

সেরকমই একটা শ্যুটের বেশ কয়েকটা ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে তাকে ভারতীয় সাজে দেখা গিয়েছে। পরনে রয়েছে গাঢ় লাল রঙের একটি লেহেঙ্গা-চোলি। কখনো তিনি ওড়নাটি মাথায় নিয়েছেন আবার কখনো হাসিমুখে তাকিয়ে আছেন ক্যামেরার দিকে। সাথে ক্যাপশনে জুড়ে দিয়েছেন তারই জনপ্রিয় গান, ‘মোহে রং দো লাল।’

ছবিগুলো পোস্ট করতেই তাকে বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যের পাশাপাশি ভালোবাসায় ভরিয়ে তুলেছেন ভক্তরা। প্রত্যেকেই বলছেন তাকে অসাধারণ লাগছে দেখতে। আসলে শ্রেয়াকে ভীষণই ভালোবাসেন ভক্তরা। যেহেতু তিনি খুব সাধারণভাবে থাকতে পছন্দ করেন এই বিষয়টি প্রত্যেকেই পছন্দ করেন।

অন্যদিকে খুব শীঘ্রই শুরু হতে চলেছে তার নতুন ‘অপ্রতিরোধ্য ট্যুর’। যার আওতায় মূলত বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে কনসার্ট করবেন তিনি। যে তালিকায় ভারতেরও বেশ কিছু শহর রয়েছে। প্রত্যেক বছর শীতের শুরুতে তার এই ট্যুর দেখা যায়। যার মাধ্যমে তার গান ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে।

প্রশ্ন–উত্তর

১. প্রশ্ন: শ্রেয়া ঘোষাল কোন রং ভক্তদের কাছে চেয়েছিলেন?
উত্তর: তিনি লাল রং চেয়েছিলেন এবং সাথে ‘মোহে রং দো লাল’ গানটির লাইন ব্যবহার করেছিলেন।

আরও পড়ুন
‘স্বামী’ মন্তব্যে হইচই! নেটদুনিয়ায় তারা–বীর ভিডিয়ো ভাইরাল

২. প্রশ্ন: শ্রেয়া কোন অনুষ্ঠানে বিচারকের ভূমিকা পালন করছেন?
উত্তর: তিনি বর্তমানে ‘ইন্ডিয়ান আইডল’-এ বিচারকের ভূমিকা পালন করছেন।

৩. প্রশ্ন: তিনি যে ফটোশুটের ছবি পোস্ট করেছেন, সেখানে তার পোশাক কেমন ছিল?
উত্তর: তিনি গাঢ় লাল রঙের লেহেঙ্গা-চোলি পরেছিলেন এবং কখনো ওড়না মাথায় নিয়েছিলেন।

৪. প্রশ্ন: সোশ্যাল মিডিয়ায় শ্রেয়ার সক্রিয়তার কারণ কী?
উত্তর: বিভিন্ন অনুষ্ঠান বা রিয়্যালিটি শো-তে যাওয়ার আগে তিনি ফটোশুট করেন এবং ছবিগুলো ভক্তদের সাথে শেয়ার করতে ভালোবাসেন।

৫. প্রশ্ন: ভক্তরা তার ছবিগুলো দেখে কী প্রতিক্রিয়া দিয়েছেন?
উত্তর: ভক্তরা প্রচুর প্রশংসা ও ভালোবাসা জানিয়েছেন এবং বলেছেন, তাকে অসাধারণ লাগছে।

#Shreya #Unstoppable

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক