Subhasree-Yalini: মেয়ের জন্মদিনে পার্টি নয় বরং জগন্নাথদেবের পুষ্পাভিষেকের আয়োজন করলেন রাজ-শুভশ্রী, মুগ্ধ দর্শকেরা

Subhasree: একমাত্র কন্যা ইয়ালিনীর (Yalini) জন্মদিনে জগন্নাথদেবের পুষ্প-অভিষেক করলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhasree) এবং স্বামী তথা পরিচালক রাজ চক্রবর্তী (Raj)। দিনের শেষে সেই ভিডিও তুলে ধরেছেন অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। বর্তমানে ঈশ্বরের প্রতি অনেক বেশি মনোনিবেশ করেছেন শুভশ্রী।

যা দেখা যায় তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেই। মাঝেমধ্যেই জগন্নাথদেবের দর্শন করতে পুরীর উদ্দেশ্যে হাজির হন তারা। শুধু তাই নয় কলকাতার বিভিন্ন মন্দিরগুলিতেও দেখা যায় তাদের। সবমিলিয়ে বলতে গেলে ধীরে ধীরে আধ্যাত্মিক পথের দিকে রওনা দিয়েছেন এই জুটি। মেয়ের জন্মদিনেও তারই ঝলক দেখা গেল।

এদিন রাত বারোটার সময় কেক কাটা হলেও তেমন কোনো বিশেষ পার্টির আয়োজন করা হয়নি বরং কীর্তন গান এবং পুষ্প-অভিষেকের আয়োজন করেছিলেন অভিনেত্রী। যে ভিডিওটি তিনি পোস্ট করেছেন সেখানে দেখা যায় সকলে সাদা পোশাকে সেজে উঠেছেন। এরপর কীর্তনের সাথে সাথে একে অপরের দিকে ফুল ছুঁড়ে দিচ্ছেন।

শেষে ঈশ্বরের সামনে বসে প্রার্থনা করতেও দেখা যায় অভিনেত্রীকে। ভিডিওটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘পুষ্পঅভিষেক৷ জয় জগন্নাথ মহাপ্রভু। শুভ জন্মদিন আমার ইয়া মা।’ যা দেখামাত্র ইয়ালিনীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা। প্রত্যেকে আগামী জীবনের জন্য ভালোবাসা জ্ঞাপন করেছেন।

আরও পড়ুন
Shreya Ghoshal: ভক্তদের স্বপ্নে হেঁটে চলেছেন শ্রেয়া, দেখুন তার বিশেষ ভিডিও

উল্লেখ্য, কিছুদিন পরেই মুক্তি পেতে চলেছে শুভশ্রীর নতুন সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’। যেখানে শ্রী চৈতন্যদেব এবং জগন্নাথদেবের নানান কাহিনী ফুটে উঠবে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সিনেমার প্রচার। আপাতত তাতেই ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন
‘কণ্ঠ’-এর অনুপ্রেরণায় ক্যানসার যোদ্ধাদের পাশে শিবপ্রসাদ, শহরে শুরু হচ্ছে বিশেষ ‘কণ্ঠ ক্লাব’

#Subhasree #Yalini #Lawhogourangernaamre

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক