জ়ুবিন গার্গের পর আরও এক গায়কের মৃত্যু, মাত্র ৩৫ বছরে প্রয়াত গায়ক ঋষভ টন্ডন,! কী হয়েছিল তাঁর?

সঙ্গীতপ্রেমীদের মনে ফের নেমে এল শোকের ছায়া। মাসখানেক আগেই অসমের কিংবদন্তি গায়ক জ়ুবিন গার্গের আকস্মিক মৃত্যু নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। তার রেশ কাটতে না কাটতেই ফের অকালপ্রয়াণ আর এক প্রতিভাবান শিল্পীর। মাত্র ৩৫ বছর বয়সে প্রয়াত হলেন গায়ক ঋষভ টন্ডন।

ঋষভের শিল্পী নাম ছিল ‘ফকির’। অনুরাগীদের কাছে এই নামেই পরিচিত ছিলেন তিনি। ‘ইয়ে আশিকি’, ‘ইশ্‌ক ফকিরা’, ‘চাঁদ তু’-র মতো জনপ্রিয় গান উপহার দিয়েছিলেন এই গায়ক। জানা গিয়েছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। দীপাবলির দিন বাবা-মায়ের সঙ্গে দেখা করতে দিল্লি গিয়েছিলেন ঋষভ। সেখানেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, পথে তাঁর মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে খবর।

চলতি মাসেই নিজের জন্মদিন উদ্‌যাপন করেছিলেন গায়ক। সেই বিশেষ দিনটিতে স্ত্রী ওলেসা টন্ডনের সঙ্গে আনন্দের মুহূর্ত ভাগ করে নিয়েছিলেন সমাজমাধ্যমে। জন্মদিনে দুঃস্থ শিশুদের জন্য অর্থদানও করেছিলেন ঋষভ। কয়েকদিন আগেই করবা চৌথে স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। সেটিই তাঁর শেষ সামাজিক মাধ্যমের পোস্ট।

বিনোদন
মৃত্যুর আগে কোটি কোটি টাকা রেখে গিয়েছেন, প্রকাশ্যে গোবর্ধন আসরানীর সম্পত্তির পরিমাণ

স্বামীর দীর্ঘায়ু কামনায় উপোস করেছিলেন ওলেসা। কিন্তু ভাগ্যের লিখন যে এত নিষ্ঠুর হবে, তা ভাবেননি কেউই। মাত্র ৩৫ বছর বয়সে ঋষভ টন্ডনের অকালপ্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীতজগৎ ও তাঁর অনুরাগীরা।

সূত্র: পারিবারিক ঘনিষ্ঠ ও সামাজিক মাধ্যম পোস্ট।

বিনোদন
কাঞ্চন মল্লিকের বাড়িতে সাড়ম্বরে পালিত হল কালীপুজো, ঢাকের তালে নাচলেন কাঞ্চন-শ্রীময়ী, দেখুন ভিডিও

#RishabhTandon #Fakir #SingerDeath #HeartAttack #BollywoodMusic #IndianSinger #MusicIndustry #TragicDeath #RIPRishabhTandon #EntertainmentNews

error: Content is protected !!