Zubeen Garg:ফের ভারতীয় বিনোদন জগৎ এ আছড়ে পড়ল দুঃসংবাদ! মাত্র ৫২ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন বিশ্ব বিখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন গর্গ(zubeen Garg)। শুক্রবার সিঙ্গাপুরে স্কুবাডাইভিং করার সময় গুরুতর অসুস্থ হয়ে পড়েন শিল্পী জুবিন। এর পর তড়িঘড়ি তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। জুবিনকে আইসিইউতে রাখা হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় এই খ্যাতনামা গায়ক জুবিন গর্গ(zubeen Garg)।
প্যারাগ্লাইডিং করতে গিয়েই ঘটে বিপত্তি। সূত্র মারফত খবর, সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েই প্যারাগ্লাইডিং করতে যান বিশ্ব বিখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন।
আরও পড়ুন,
শাবানা আজমির ৭৫ তম জন্মদিনে চাঁদের হাট! নাচে মেতে উঠলেন রেখা, মাধুরী, বিদ্যা, উর্মিলা
সূত্র মারফত আরও জানাগিয়েছে, প্যারাগ্লাইডিং এর সময় হঠাৎ সমুদ্রে পড়ে যান জুবিন। এই ঘটনার পর অনেকটা সময় অচৈতন্য অবস্থাতেই সমুদ্রের জলে ভেসেছিলেন শিল্পী।
There was never an artist like Zubeen Garg for Assam, and there never will be. He was the voice of our youth, the pride that made people from other states say, ‘Oh, you are from the land of Zubeen Garg.’
Rest in peace Goldy da❤️ pic.twitter.com/V0rjRWosI0
— One for all (@OneForA84922826) September 19, 2025