সোশ্যাল মিডিয়ায় অনেক ছবিই ভাইরাল হয়। তবে সম্প্রতি একটি ছবি ভাইরাল হতে দেখা গিয়েছে। এই ছবিতে দেখা গিয়েছে একজন ব্যক্তি বসে রয়েছেন এবং তার কোলে বসে রয়েছে একটি খুদে মেয়ে। তার পরনে একটি ফ্রক। ওই ব্যক্তির চোখে কালো মোটা ফ্রেমের চশমা ও পরনে পাঞ্জাবি। চিনতে পারলেন ছবির খুদে মেয়েটি কে? সে এখন টলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী।
গতকাল সকালটা বাঙালিদের কাছে ছিল কষ্টের। কারণ সকাল হতেই একটি খারাপ খবরে ছেয়ে যায় গোটা বাংলা। জানা যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য্য পরলোক গমন করেছেন। এই খবরে যেমন স্তব্ধ হয়েছে গোটা বাংলার মানুষ তেমনই মন খারাপ হয়েছিল ছবির মেয়েটির। সেই মেয়েটি আর খুদে নেই। সে এখন বড় হয়ে গিয়েছে। তিনি হলেন টলি পাড়ার ছোটো পর্দার অভিনেত্রী উষসী চক্রবর্তী।
সকলের কাছে বুদ্ধদেব ভট্টাচার্য্য হলেও অভিনেত্রীর কাছে তিনি ছিলেন বুদ্ধ মামা। উষসী রাজ্যের অন্যতম বাম নেতা শ্যামল চক্রবর্তীর কন্যা। বাবার সুবাদে বুদ্ধদেব ভট্টাচার্য্যের সঙ্গে পরিচয় হয় তার। এরপর ধীরে ধীরে বুদ্ধদেব তার মামা হয়ে ওঠেন। মামার মৃত্যুর খবর পেয়ে সেখানে ছুটে যান উষসী। আর তারপর সমাজ মাধ্যমে একটি ছবি তিনি সকলের সঙ্গে ভাগ করে নেন।
ছবিটি ভাগ করে নেওয়ার সঙ্গে তিনি লেখেন, “জয়লোভে যশলোভে রাজ্য লোভে অয়ি, বীরের সদ্গতি থেকে ভ্রষ্ট নাহি হই। বুদ্ধমামা, লাল সেলাম।” উষসী নিজেও একজন বাম মনোভাবাপন্ন মানুষ। তাকে এবারের লোকসভা নির্বাচনের আগে যাদবপুরের বামফ্রন্ট প্রার্থী সৃজব ভট্টাচার্য্যের সমর্থনে প্রচার করতে দেখা গিয়েছে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে উষসী বলেন, “সততা স্বচ্ছতার রাজনীতির দৃষ্টান্ত বুদ্ধবাবু। আমি বুদ্ধ মামা বলতাম। একেক জন করে সকলেই চলে যাচ্ছেন। কোথাও যেন একটা ইতিহাস মুছে যাওয়ার মত পরিস্থিতি। কিন্তু সেটা যেন না হয়। সততার যে রাজনীতি বুদ্ধমামা তৈরি করে গিয়েছেন, সেটি মাথায় রেখে আমাদের এগোতে হবে। তার দৃষ্টান্ত অনুসরণ করতে হবে। সেটাই তার প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন। এটা আমার কাছে একটা ব্যক্তিগত ক্ষতি।”
আরও পড়ুন,
*নানিরাই বড় করছেন ঈশানকে, ‘বিগ বস ১৮’-এর ঘরে নুসরাত