Ushasi Ray: টেলি ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেত্রী রয়েছেন যারা তাদের অভিনয়ের পাশাপাশি ফ্যাশন স্টেটমেন্টের জন্যেও সমান জনপ্রিয়। সেরকমই একজন অভিনেত্রী হলেন উষসী রায়। শুরুটা টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে করলেও বর্তমানে ওয়েব সিরিজেও নিজের দক্ষ কাজের ছাপ রেখেছেন তিনি।
শুধুমাত্র অভিনয় নয় তার ফ্যাশন স্টেটমেন্টও মুগ্ধ করে সকলকে। মাঝেমধ্যেই যার ঝলক দেখা যায় তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। সম্প্রতি ইনস্টাগ্রামে সেরকমই কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। যা দেখে রীতিমতো ঝড় উঠেছে পুরুষ অনুরাগীদের বুকে। কথায় আছে ‘শাড়িতেই নারী।’
অর্থাৎ নারীরা যে কোনো পোশাকই পড়ুক না কেন তাদের সৌন্দর্য্য সবথেকে বেশি ফুটে ওঠে শাড়ি পরিহিত অবস্থায়। সেরকমই লাল শাড়িতে উষ্ণতা বাড়িয়ে তুলেছেন উষসী। জনপ্রিয় ডিজাইনার এবং ফ্যাশন স্টাইলিস্ট মাধবের কালেকশন থেকে একটি লাল শাড়ি পছন্দ করেছিলেন তিনি। তার লুকটিও স্টাইল করেছেন মাধব।
লাল ব্লাউজ, লাল শাড়ির সাথে অসামান্যা দেখাচ্ছিল তাকে। আর সবথেকে বেশি নজর কেড়েছে তার মানানসই মেকআপ। সাথে লাল লিপস্টিক তার সৌন্দর্য্য বাড়িয়ে তুলেছিল বহুমাত্রায়। ভীষণই ক্লাসি একটি লুক তৈরি করেছিলেন অভিনেত্রী। যা দেখার পর তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা।
সকলের মুখে একটাই কথা তার ওপর থেকে যেন নজর সরছেনা। উল্লেখযোগ্য, সোশ্যাল মিডিয়াতে বেশ ভালোরকম সক্রিয় উষসী। মাঝেমধ্যে সেখানে বিভিন্ন ফটোশ্যুটের দৃশ্য ভাগ করে নেন তিনি। যে কোনো পোশাকেই সাবলীল এই অভিনেত্রী। যে কোনো পোশাকই পরুন না কেন তাকে অসাধারণ সুন্দরী লাগে।
আরও পড়ুন,
*কোন দেশের মেয়েরা সবথেকে বেশি সুন্দরী?
*‘নিতম্বে ক্যামেরা জুম করুন’, পাপারাজ্জিদের এমন কথাই বলে বসলেন নোরা ফতেহি