KBC: কিছু দিন আগেই অমিতাভ বচ্চন(Amitabh Bachchan) জানিয়েছিলেন, শিশু প্রতিযোগীদের নিয়ে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সঞ্চালনা করা তাঁর কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং অভিজ্ঞতাগুলির একটি। ঠিক সেই সময়েই এক খুদে প্রতিযোগীর আচরণ ঘিরে বিতর্কে সরগরম সমাজমাধ্যম।
গুজরাতের গান্ধীনগরের পঞ্চম শ্রেণির ছাত্র ঈশিত ভট্ট, ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৭তম সিজ়নে অংশ নেয়। কিন্তু প্রশ্নোত্তর পর্বে তার কথাবার্তা ও আচরণ অনেক দর্শকের চোখে ‘অভদ্রতা’ হিসেবে ধরা পড়েছে।
শোয়ের শুরুতেই ঈশিতকে অমিতাভ বচ্চনের উদ্দেশে বলতে শোনা যায়, “আমি সব নিয়ম জানি। তাই আমাকে এখন নিয়ম বোঝাতে বসবেন না যেন।” এরপর প্রশ্ন শোনার পরেই সে বলে ওঠে, “আরে, অপশন দাও!” — যা অনেকের মতে, শিষ্টাচারের সীমা অতিক্রম করেছে।
বিনোদন
‘জাস্টিস ফর জুবিন গার্গ’, স্ত্রী’র আবেগঘন পোস্টে উত্তাল সোশ্যাল মিডিয়া
এখানেই শেষ নয়। উত্তরের পরে অমিতাভ যখন নিয়মমতো জানতে চান, সেটি ‘লক’ করা হবে কি না, তখন ঈশিত বলে, “স্যর, একটা কেন, ওই উত্তরে চারটে ‘লক’ লাগিয়ে দিন। কিন্তু, ‘লক’ করুন।” এমনকি ‘রামায়ণ’ নিয়ে প্রশ্ন করা হলে নিজে থেকেই অপশন চাইতে দেখা যায় তাকে। তবে শেষ পর্যন্ত ভুল উত্তর দিয়ে খালি হাতে বাড়ি ফিরতে হয় খুদেকে।
এই ঘটনাকে কেন্দ্র করে সমাজমাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, খুদের পারিবারিক শিক্ষা এবং ভদ্রতা নিয়ে। এক জন লিখেছেন, “আপনার সন্তান অনেক কিছু জানলেও যদি ভদ্রতার অভাব থাকে, তবে সে জীবনে সফল হবে না। আমি অমিতাভ বচ্চনের জায়গায় থাকলে প্রথমে ওকে দুটো থাপ্পড় মারতাম, তারপর প্রশ্ন করতাম।”
আরেক জনের মত, “শেষটা যথাযথ হয়েছে। অহঙ্কারীর শিক্ষা হয়েছে। এবার হয়তো বাবা-মায়েরা শিখবেন।”
রেসিপি
গরম ভাতের সাথে একবার খেলেই নির্ঘাত প্রেমে পড়বেন, শিখেনিন ‘কাতলা মাধুরি’ রেসিপি
তবে অনেকে আবার ঈশিতের পাশে দাঁড়িয়ে বলেছেন, সম্ভবত ওই পুরো পর্বটি ‘স্ক্রিপ্টেড’ ছিল। সেই ক্ষেত্রে একটি শিশু প্রতিযোগীর ওপর এমন নেতিবাচক মন্তব্য তার মানসিক বিকাশে প্রভাব ফেলতে পারে।
ঘটনার শেষে অমিতাভ বচ্চনও মন্তব্য করেন, “কখনও কখনও বাচ্চারা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ভুল করে ফেলে।”
এই মন্তব্য যেন গোটা বিতর্কের সারকথাই বলে দেয় — জ্ঞান অর্জনের সঙ্গে ভদ্রতার সমন্বয়ই একজন মানুষের প্রকৃত শিক্ষা।