রানীরা কখনো দুঃখ পেলে সেগুলোকে ক্ষমতায় পরিবর্তন করেন! এমন বার্তাই দিলেন অভিনেত্রী সোহিনী সরকার। একইসাথে যে অবতারে তিনি সামনে এসেছেন তা মুগ্ধ করেছে সকলকে। প্রথমথেকেই তিনি সাহসী অভিনেত্রী হিসেবেই পরিচিত টলিউডে।
যে কোনো চরিত্রকে সাবলীলভাবে ফুটিয়ে তোলেন তিনি। এছাড়াও ব্যক্তিগত দিক দিয়েও তিনি বরাবর আত্মবিশ্বাসের পরিচয় দিয়েছেন। সেরকমই একটি আত্মবিশ্বাসী ফটোশ্যুটে দেখা গিয়েছে তাকে। যেখানে তার পরনে নীল রঙের লং স্কার্ট, উপরে সাদা শার্ট, সাথে জাঙ্ক জুয়েলারি।
তার সৌন্দর্য্য যেন বেড়ে গিয়েছিল বহুমাত্রায়। কখনো স্কার্ট খানিকটা তুলে হাঁটুর উপর রেখে আত্মবিশ্বাসের সাথে পোজ দিচ্ছেন, আবার কখনো ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন। আবার কখনো সাদা ওড়নায় ঢেকেছেন মাথা। ক্যাপশনে লিখেছেন, ‘রানী তার কষ্টকে ক্ষমতায় পরিণত করে।’
এই বার্তার সাথে সহমতপোষণ করেছেন ভক্তরা। একদিকে যেমন তার সৌন্দর্য্য সকলকে মুগ্ধ করেছে। পাশাপাশি তার আত্মবিশ্বাস দেখেও মন ভরেছে তাদের। কারণ, ইতিমধ্যেই তার জীবনে নানান ঝড়ঝাপটা বয়ে গিয়েছে। প্রাক্তন প্রেমিক তার বিশ্বাস ভেঙেছিলেন। সেখান থেকেই অন্য পথে মোড় নিয়েছে তার জীবন।
তবে তার জীবনে নতুন করে বসন্ত এনেছেন সংগীতশিল্পী শোভন গাঙ্গুলী। হঠাৎ করেই খুব কাছের মানুষদের উপস্থিতিতে বিবাহ সম্পন্ন করেন তারা। ইতিমধ্যেই পালন করেছেন প্রথম বিবাহবার্ষিকী। সুখ দুঃখে কেটে গিয়েছে বৈবাহিক জীবনের একটা বছর। একইসাথে জোরকদমে চলছে কাজও। সবমিলিয়ে বলতে গেলে বেশ ভালোই কাটছে তাদের জীবন।