ইনি টলিউডের নামকরা অভিনেত্রী! দেখুন তো এই ছবি দেখে চিনতে পারেন কিনা

তিনি নিজের কেরিয়ার শুরু করেছিলেন টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে। তবে বর্তমানে টলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন। সম্প্রতি নিজের ছোটবেলার একটি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। দেখুন তো আপনি চিনতে পারেন কিনা এই অভিনেত্রীকে?

হয়তো অনেকেই চিনতে পেরেছেন তিনি হলেন টলিউডের নামকরা অভিনেত্রী সোহিনী সরকার। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। নিত্যদিন সেখানে তাকে বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করতে দেখা যায়। বিশেষ করে প্রকৃতির মাঝে গিয়েই সময় কাটাতে পছন্দ করেন তিনি।

সেই ছবি ভাগ করে নেন সকলের সাথে। বিভিন্ন গাছপালা পোষ্য ইত্যাদির সাথে একগুচ্ছ ছবি ভাগ করে নেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যেগুলি দর্শকেরা যে বেশ পছন্দ করে থাকেন তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি নিজের একদম ছোটবেলার একটি ছবি ভাগ করে নিয়েছেন।

যা দেখার পর তাকে ভালোবাসায় ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। প্রত্যেকের মুখে একটাই কথা ছোটো থেকেই খুব মিষ্টি দেখতে এই অভিনেত্রী। এখনো পর্যন্ত সেটি বজায় রয়েছে। উল্লেখযোগ্য, নিজের ছবি পোস্ট করলেও কখনো স্বামীর সাথে কোনো ছবি পোস্ট করতে দেখা যায় না তাকে। শুধুমাত্র বিয়ের ছবিগুলি রয়েছে তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।

উল্লেখযোগ্য, দীর্ঘ সময় পর্যন্ত রণজয় বিষ্ণুর সাথে সম্পর্কে আবদ্ধ ছিলেন তিনি। এমনকি শোনা যায় তারা লিভ ইন করতেন। তবে হঠাৎ করে তাদের সম্পর্ক ভেঙে যায়। এরপর বেশ কিছু সময় একা থাকার পর তিনি সম্পর্কে জড়ান সংগীতশিল্পী শোভন গাঙ্গুলীর সাথে। কয়েক মাস আগেই বিয়ের পিঁড়িতে বসেছেন তারা।