Sohini Sarkar: ‘জন্মের আগে থেকেই চিনি’, কোন সহকর্মীকে নিয়ে এরূপ মন্তব্য সোহিনীর? জানুন

Sohini Sarkar: ঋত্বিক-সোহিনী-শোলাঙ্কি অভিনীত ‘রান্না বাটি’ আসছে ৭ নভেম্বর। বাবা-মেয়ের সম্পর্ক আর রান্নার আবেগ মিলিয়ে এক অনন্য গল্প বলবে এই ছবি।

আসছে বাবা-মেয়ের সম্পর্কের নতুন রন্ধনগল্প। আগামী ৭ নভেম্বর মুক্তি পাচ্ছে ঋত্বিক চক্রবর্তী ও সোহিনী সরকার অভিনীত সিনেমা ‘রান্না বাটি’। শুধু মায়ের নয়, বাবার হাতের রান্নাও যে সন্তানের বেড়ে ওঠায় গভীর প্রভাব ফেলে, সেই আবেগকেই কেন্দ্র করে গড়ে উঠেছে এই গল্প।

ছবিতে ঋত্বিকের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে শোলাঙ্কি রায়কে। ছোটবেলার মেয়ের চরিত্রে অনুমেঘা, বড়বেলায় ইদা দাশগুপ্ত। বিশেষ ভূমিকায় রয়েছেন অনির্বাণ চক্রবর্তী, বরুণচন্দ্র, প্রদীপ কুমার নন্দী, রনজয় ভট্টাচার্য, তীর্থঙ্কর মজুমদার ও অভিষেক বসু।

অনেকেই ভেবেছিলেন ‘রান্না বাটি’ হয়তো জনপ্রিয় সিনেমা ‘মাছের ঝোল’-এর সিক্যুয়েল, কিন্তু এই ছবির কাহিনি সম্পূর্ণ আলাদা। এখানে দেখা যাবে, স্ত্রী ও কন্যাকে নিয়ে সুখে সংসার করা এক বাবার গল্প, যার জীবনে ঘটে যায় গভীর পরিবর্তন। স্ত্রীর মৃত্যুর পর মেয়ের সঙ্গে দূরত্ব ঘোচাতে ব্যর্থ হন তিনি। এরপর রান্নাঘরই হয়ে ওঠে তাদের সম্পর্ক মেরামতের সেতু।

ছবির ট্রেলার লঞ্চে অভিনেত্রী সোহিনী সরকার বলেন, “আমি ইদাকে চিনি ও জন্মানোর আগেই! ওর মায়ের সাধ খাইয়েছিলাম। সম্পর্কে আমি মাসি হলেও ও আমাকে দিদি বলে ডাকে।”

উল্লেখযোগ্যভাবে, ইদা হলেন পরিচালক বিরসা দাশগুপ্ত ও অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তীর কন্যা। ইদার ঠাকুমা চৈতালি দাশগুপ্ত, বাংলা চলচ্চিত্রের পরিচিত মুখ। ছোটবেলা থেকেই অভিনয়ে পা রেখেছে ইদা, এবং ইতিমধ্যেই তার পারফরম্যান্স মন জয় করেছে দর্শকদের।

‘রান্না বাটি’ শুধু একটি সিনেমা নয়, এটি এক আবেগ—যেখানে রান্না ঘরের সুবাসে লুকিয়ে আছে ভালোবাসা, হারানো সম্পর্কের পুনরুদ্ধার, আর বাবার মায়ায় ভরা এক গল্প।

বিনোদন
Projapati 2: শেষ হলো ‘প্রজাপতি ২’এর শ্যুটিং! মুক্তির দিনক্ষণ ঘোষণা করলেন দেব

#RannaBati #RitwickChakraborty #SohiniSarkar #SolankiRoy #IdaDasgupta #Tollywood #BengaliCinema #BirsaDasgupta #VidiptaChakraborty #BengaliMovies #EmotionalDrama

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক