অবশেষে প্রকাশ্যে এলো বহুপ্রতীক্ষিত ‘অমরসঙ্গী’ সিনেমার টিজার। যা দেখার পর তুমুল উচ্ছ্বাস দর্শকদের মনে। কারণ, সেটি অন্যান্য প্রেমের গল্প থেকে ভীষণই আলাদা হতে চলেছে। সেখানে রয়েছে রহস্য, থ্রিলার এবং রোমান্স। সবমিলিয়ে টানটান উত্তেজনায় পূর্ণ হতে চলেছে সিনেমাটি।
বেশ কয়েকদিন ধরে এই সিনেমা সংক্রান্ত একাধিক পোস্ট আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছিল প্রথম পোস্টার। আর এবার সামনে এলো টিজার। যেটি পোস্ট করেছেন অভিনেত্রী সোহিনী সরকার। সাথে ক্যাপশনে লিখে দিয়েছেন, ‘একটি আশ্চর্য প্রেমের অসম্ভব গল্প, নাকি অসম্ভব প্রেমের এক আশ্চর্য গল্প।’
টিজারের শুরুতেই অভিনেতা বিক্রমকে বলতে শোনা যায়, ‘আমি যদি মরে যাই তাহলে তুই চাইবি আমি তোর কাছে আসি?’ এরপর একই প্রশ্ন করতে দেখা যায় সোহিনীকে। তার উত্তরে বিক্রম বলেন, ‘আমার কাছেই ফিরে আসিস।’ পরবর্তী সময়ে তেমনটাই হয়।
সিনেমায় সোহিনী মারা যাওয়ার পর তারা আত্মা বিক্রমের কাছে ফিরে আসে এবং নানান রকম কাণ্ডকারখানা করতে থাকে। এমনকি এক সময় তারা এক পুরোহিতের কাছে গিয়ে এই বিষয়ে পরামর্শ করে। যেখানে পুরোহিত বলেন, ‘যে আত্মা যোগাযোগ স্থাপন করছে সে মুক্তি পায়নি আর সে মুক্তি না পেলে তার আত্মীয়-স্বজনদেরও মুক্তি নেই।’
এরপর সিনেমার কাহিনী কোনদিকে এগোবে তা জানতে অবশ্যই সিনেমাটি দেখতে হবে। যেটি মুক্তি পাবে আগামী জানুয়ারী মাসের ৩১ তারিখ। ভক্তরা মনে করছেন সিনেমাটি সুপারহিট হতে চলেছে। উল্লেখযোগ্য, দীর্ঘ সময় পর পর্দায় ফিরছেন সোহিনী এবং বিক্রম।