Solanki-Gourab: গৌরব চ্যাটার্জির সাথে সোলাঙ্কির ‘মিলন হবে কত দিনে?’ জানুন বিস্তারিত

Solanki-Gourab: আরো একবার ছোট পর্দায় ফিরতে চলেছেন সোলাঙ্কি রায়। সাথে দর্শকদের অতি পছন্দের সহ-অভিনেতা গৌরব চ্যাটার্জি। ইতিমধ্যেই একসাথে একাধিক ধারাবাহিকে কাজ করে ফেলেছেন তারা। এবার ফের একসঙ্গে আসতে চলেছেন স্টার জলসার ‘মিলন হবে কত দিনে’ ধারাবাহিকে।

এই ধারাবাহিকে মূলত দুটি ভিন্ন প্রান্তের মানুষের প্রেম কাহিনী দেখানো হবে। যেখানে সোলাঙ্কি এমন একজন মানুষ যিনি যে কোনো ভাঙ্গা জিনিস এবং ভাঙ্গা মন অনায়াসেই জুড়ে ফেলতে পারেন। বারবার মন ভাঙ্গা সত্ত্বেও তিনি ভালোবাসায় বিশ্বাস করেন।

বিনোদন
KBC-র হট সিটে দিলজিৎ দোসাঞ্ঝ, পুরস্কারের টাকা দান করবেন পাঞ্জাবের বন্যার্তদের জন্য

অন্যদিকে গৌরব এসব কিছুতে বিশ্বাস করেন না। তিনি মনে করেন প্রেম, ভালোবাসা মানুষকে ভুল পথে চালিত করে। তাই সেসবের মধ্যে তিনি নেই। তবে কীভাবে তাদের দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সেই কাহিনীই বলবে এই ধারাবাহিকটি। সম্প্রতি চ্যানেলের তরফ থেকে একটি প্রোমো ভিডিও পোস্ট করা হয়েছে।

বিনোদন
ঘরের ছেলের আর ফেরা হল না ঘরে, জুবিনের মৃত্যুতে এবছর স্থগিত রাখা হল ব্রহ্মপুত্র ফিল্ম ফেস্টিভ্যাল

যার শুরুতেই নায়িকা এলার পরিচয় দেওয়া হয়। তবে তিনি যে দুনিয়ায় থাকেন তার মা মোটেই পছন্দ করেন না। তিনি চান চাকরিবাকরি করে তার মেয়ে সংসার পাতেন। অন্যদিকে এলা না ভালোবেসে কাউকে বিয়ে করতে চান না। তবে সে তার মাকে চ্যালেঞ্জ জুড়ে দেন সাত দিনের মধ্যে তিনি চাকরি পেয়ে দেখাবেন।

অন্যদিকে এলার মা বলেন সাত দিনের মধ্যে চাকরি না পেলে তিনি যে পাত্র খুঁজে দেবেন তাকেই বিয়ে করতে হবে। এই পরিস্থিতিতে তিনি কি করেন সেটাই আপাতত দেখার অপেক্ষা। এখনো পর্যন্ত ধারাবাহিকটি কবে থেকে সম্প্রচারিত হবে তার তারিখ প্রকাশ্যে আনা হয়নি।

#Solankiroy #gourabchatterjee #starjalsha #milanhobekotodine

error: Content is protected !!