‘বাবা-মা আমাকে কুড়িয়ে পেয়েছিল… ‘, স্মৃতিতে ডুব সৌরভের

ভাইফোঁটার ছুটিতে দিদির কাছে গিয়ে ফোঁটা নিলেন সৌরভ চক্রবর্তী। শেয়ার করলেন ছোটবেলার খুনসুটি, মজার স্মৃতি ও পারিবারিক মুহূর্তের ছবি।

ভাইফোঁটা মানেই ভাই-বোনের খুনসুটি, ভালোবাসা আর স্মৃতির দিন। সেই আবহেই এবার দিদির কাছে ছুটে গেলেন অভিনেতা সৌরভ চক্রবর্তী। বিশেষ দিনে ছুটি পেয়ে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে থাকা বোনের কাছে পৌঁছে যান ফোঁটা নিতে।

ফোঁটা নেওয়ার পর দিদি, ভাগ্নে ও মাকে সঙ্গে নিয়ে চলে খাওয়া-দাওয়া এবং কেনাকাটার পালা। বিশেষ মুহূর্তের কয়েকটি ছবি শেয়ার করে সৌরভ লিখেছেন, “ছোটবেলায় দিদি বলত, আমি নাকি মা কুড়িয়ে পেয়েছে। মাঝেমধ্যেই রাগাত ও! ভাগ্যিস আমাদের দু’জনেরই একই জায়গায় গজদন্ত রয়েছে, না হলে হয়তো বিশ্বাসই করে ফেলতাম।”

ছোটবেলার এই খুনসুটি, মিষ্টি ঝগড়া, অভিমান—সবকিছু নিয়েই তৈরি ভাইফোঁটার আবেগ। সৌরভের কথায়, জীবন আসলে এই ছোট ছোট স্মৃতি আর সম্পর্কের উষ্ণতায় ভরপুর।

প্রসঙ্গত, বর্তমানে সৌরভ চক্রবর্তী অভিনয় করছেন ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকে। পাশাপাশি ‘শ্বেতকালি’, ‘হ্যালো রিমেম্বার মি’, ‘চরিত্রহীন’, ‘মার্ডার ইন দ্য হিলস’-এর মতো জনপ্রিয় ওয়েব সিরিজেও তাঁর অভিনয় নজর কেড়েছে দর্শকদের।

বিনোদন
ইন্ডিয়ান আইডলে ‘মেরে মেহবুব তুঝে’ গাইলেন সারেগামাপা খ্যাত আরফিন, প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া, বিশাল

#SouravChakraborty #Bhaiphonta #Tollywood #BrotherSisterBond #BengaliCelebrities #FestivalMoments

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক