আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের মৃত্যুর দশ মাস কাটতে না কাটতেই ফের গণধর্ষণের ঘটনা দক্ষিণ কলকাতার ল’কলেজে, গ্রেফতার তিন

আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের মৃত্যুর ১০ মাসের মধ্যে ফের দক্ষিণ কলকাতায় এক কলেজ পড়ুয়াকে কলেজের মধ্যেই গণধর্ষণ করল সেই কলেজের ছাত্র ও প্রাক্তনী। জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার কসবা ল’কলেজে। নির্যাতিতার অভিযোগের উপর ভিত্তি করে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই তিন জনের মধ্যে একজন ল’ কলেজের প্রাক্তনী৷ বাকি দু’জন ওই কলেজের পড়ুয়া।

গত বুধবার ২৫শে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে রাত ১০টা ৫০ মিনিটের মধ্যে ঘটনাটি ঘটে। এরপর ওইদিন ঘটনা ঘটার পর নির্যাতিতা কসবা থানায় অভিযোগ দায়ের করে। অভিযুক্তদের মধ্যে দু’জনকে পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় গ্রেফতার করেছে। বাকি আরেকজনকে মধ্য রাতে গ্রেফতার করে পুলিশ। ওই নির্যাতিতা তরুণীর শারীরিক পরীক্ষা করানো হয় পার্ক সার্কাসের কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে।

ধৃতদের শুক্রবার হাজির করানো হয় আলিপুর আদালতে। জানা যাচ্ছে, ওই তরুণী সহ তিন অভিযুক্ত সকলেই ল’কলেজের পড়ুয়া। তরুণীর অভিযোগের পর তার শারীরিক পরীক্ষা করানো হয়। সাক্ষীদের বয়ান রেকর্ড করে পুলিশ। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। এর পাশাপাশি ওই জায়গায় ফরেনসিক নমুনা সংগ্রহ করা হবে। জানা যাচ্ছে, অভিযুক্ত তিন জনের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ৭টা ২০ মিনিটে তালবাগান ক্রসিংয়ের কাছে সিদ্ধার্থশঙ্কর শিশু রায় উদ্যানের সামনে এবং আরেকজনকে ৭টা ৩৫ মিনিটে গ্রেফতার করে পুলিশ। এরপর তৃতীয় অভিযুক্তকে তার বাড়ি থেকে রাত সাড়ে ১২টা নাগাদ পুলিশ গ্রেফতার করেছে। কসবা ল’কলেজের গণধর্ষণের ঘটনায় অনেকেই আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের ঘটনার মিল পাচ্ছেন। ওই তরুণী চিকিৎসক তার কর্মক্ষেত্রে ধর্ষিতা হয়ে খুন হন। অপরদিকে ল’কলেজের নির্যাতিতা পড়ুয়া তার শিক্ষাক্ষেত্রে ধর্ষিতা হন। দক্ষিণ কলকাতার এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে উত্তাল হয়েছে বাংলা।

error: Content is protected !!