দর্শনার্থীদের ভিড় সামলাতে জগদ্ধাত্রী পুজোয় কৃষ্ণনগর, রানাঘাটে মাঝরাতেও চলবে স্পেশাল ট্রেন, রইল তালিকা

জগদ্ধাত্রী পুজোর ভিড় সামাল দিতে বিশেষ উদ্যোগ নিল পূর্ব রেল। পুজো উপলক্ষে কৃষ্ণনগর, রানাঘাট ও চন্দননগর অঞ্চলে দর্শনার্থীদের সুবিধার্থে রাতভর চলবে স্পেশাল EMU ট্রেন।

রেল সূত্রে জানা গিয়েছে, ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) ও ৩১ অক্টোবর (শুক্রবার) মধ্যরাতে কৃষ্ণনগর সিটি জংশন ও রানাঘাট জংশনের মধ্যে এক জোড়া স্পেশাল EMU ট্রেন চলবে। নবমী ও দশমীর দিন রানাঘাট থেকে আপ ট্রেন ছাড়বে রাত ১১টা ৪৫ মিনিটে, আর কৃষ্ণনগর থেকে আপ ট্রেন ছাড়বে রাত ১২টা ১৭ মিনিটে। ডাউন ট্রেনগুলির সময় যথাক্রমে রাত ১টা ৫ মিনিট ও ১২টা ৩০ মিনিট।

চন্দননগরের জন্যও পূর্ব রেল বিশেষ রাতের ট্রেনের ব্যবস্থা করেছে। পাশাপাশি হাওড়া-ব্যান্ডেল রুটে পাঁচ জোড়া এবং হাওড়া-বর্ধমান রুটে এক জোড়া অতিরিক্ত ট্রেন চলবে ২ নভেম্বর পর্যন্ত।

উল্লেখযোগ্যভাবে, মসগ্রাম-হাওড়া লোকাল পরিষেবা ১ নভেম্বর পর্যন্ত বাতিল রাখা হয়েছে। প্রতি বছর যেমন জগদ্ধাত্রী পুজো উপলক্ষে চন্দননগর, কৃষ্ণনগর ও রানাঘাটে উপচে পড়া ভিড় হয়, এবারও তেমনই ভক্ত ও দর্শনার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এই বিশেষ ব্যবস্থা নিয়েছে পূর্ব রেল।

খবর
২০২৬-এ বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপির মুখ কে? কী জানালেন অমিত শাহ?

#JagadhatriPuja #EasternRailway #Krishnagar #Ranaghat

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক