ডিভোর্সের মাস কয়েক পরই প্রাক্তন স্ত্রী ধনশ্রীকে কটাক্ষ করলেন যুজবেন্দ্র চাহাল! ইনস্টাগ্রাম স্টোরিতে দিল্লি হাইকোর্টের রায়ের স্ক্রিনশট ঘিরে তোলপাড় নেটদুনিয়া।
ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল ফের একবার সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে কারণ এবারও ক্রিকেট নয়, বরং তাঁর ব্যক্তিগত জীবন। সাম্প্রতিক ইনস্টাগ্রাম স্টোরিতে এমন এক পোস্ট করেছেন, যা ঘিরে তীব্র জল্পনা শুরু হয়েছে।
চাহাল তাঁর স্টোরিতে দিল্লি হাইকোর্টের এক রায়ের স্ক্রিনশট শেয়ার করেন, যেখানে লেখা ছিল— “আর্থিকভাবে স্বাধীন স্ত্রীরা তাদের স্বামীদের কাছ থেকে ভরণপোষণ দাবি করতে পারে না।” সেই ছবির সঙ্গে চাহাল লিখেছিলেন, “মা কসম খাও, নেহি পলটোগে ইস ডিসিশন সে!” (মায়ের দিব্যি খাও, নিজের সিদ্ধান্ত বদলাবে না পরে)।
যদিও পোস্টটি কিছুক্ষণের মধ্যেই মুছে ফেলা হয়, কিন্তু ততক্ষণে তা ভাইরাল হয়ে যায় নেটপাড়ায়। অনেকেরই ধারণা, প্রাক্তন স্ত্রী ধনশ্রী বর্মাকে পরোক্ষভাবে কটাক্ষ করতেই এই পোস্ট করেছিলেন চাহাল।
২০২০ সালের ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন চাহাল ও কোরিওগ্রাফার-ইনফ্লুয়েন্সার ধনশ্রী। তবে সম্পর্কের অবনতি শুরু হয় কয়েক বছর পর। ২০২৪ সালে তাঁরা বোম্বে হাইকোর্টে ডিভোর্সের আবেদন করেন এবং ২০২৫ সালের ২০ মার্চ আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে যান।
একাধিক প্রতিবেদনে দাবি করা হয়, ডিভোর্সের সময় ধনশ্রী ৪.৭৫ কোটি টাকা খোরপোশ হিসেবে পান। এর আগেও চাহাল প্রকাশ্যে ধনশ্রীকে কটাক্ষ করেছিলেন। ডিভোর্স ফাইনাল হওয়ার দিন আদালত থেকে বেরিয়ে আসার সময় তাঁর টি-শার্টে লেখা ছিল— “Be Your Own Sugar Daddy”।
চাহাল পরে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সময়ের অভাব ও পারস্পরিক দূরত্বই তাঁদের বিচ্ছেদের মূল কারণ। তবে এই নতুন ইনস্টা স্টোরি প্রাক্তন দম্পতির সম্পর্কের পুরনো ক্ষতকেই যেন ফের উস্কে দিল।
খবর
চলন্ত বাসে ভয়ঙ্কর অগ্নিলীলা! পুড়ে মৃত্যু ১১
#YuzvendraChahal #DhanashreeVerma #ChahalDivorce #BollywoodNews #CricketNews #ViralStory #SocialMediaBuzz #ChahalInstagram #EntertainmentNews
