Srabanti: ‘আসল সৌন্দর্য্য থাকে মনে’, জানুন কেন এমন উপলব্ধি করলেন শ্রাবন্তী

Srabanti: মনের মধ্যেই থাকে আসল সৌন্দর্য্য, তেমনটাই জানালেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti)। সাথে পোস্ট করলেন বেশ কিছু লাস্যময়ী ছবি। শুরু হয়ে গিয়েছে বিয়ের মরশুম। ইতিমধ্যেই টলিউডের একাধিক তারকারা বিয়ের পিঁড়িতে বসেছেন। আর সেখানে যাওয়া-আসা লেগেই রয়েছে অন্যান্য তারকাদের।

সেরকমই একটি বিয়েতে পৌঁছেছিলেন অভিনেত্রী। তবে তার আগে করিয়ে নিয়েছিলেন বেশ কিছু ফটোশ্যুট। যেখানে দেখা যায় সোনালী রঙের একটা শাড়িতে অপরূপা হয়ে উঠেছেন তিনি। এই সাজে বেশ কিছু পোজ দিয়েছেন। সাথে ক্যাপশনে লিখেছেন, ‘আসল সৌন্দর্য্য কেবল মনের মধ্যেই থাকে; যদি তোমার সেটা থাকে, তাহলে বাকিটা আসলে সেখান থেকেই আসে।’

ছবিগুলো দেখার পর মুগ্ধ হয়ে গিয়েছেন দর্শকেরা। প্রত্যেকে বলছেন সময়ের সাথে সাথে তার যেন সৌন্দর্য্যে বেড়েই চলেছে। বয়স যেন বাড়ছে না বরং দিন দিন কমছে। আসলেও তাই তাকে দেখে বোঝার উপায় নেই তিনি এক সন্তানের মা। খুবই কম বয়সে মা হয়েছিলেন অভিনেত্রী।

তাইতো তার ছেলেকে দেখে বোঝাই যায় না সে এই অভিনেত্রীর সন্তান। এমনকি তাকে ভাই বলে ভুল করে অন্যান্যরা। অন্যদিকে সম্প্রতি তিনি যে বিয়েতে গিয়েছিলেন সেটি ছিল চিত্রগ্রাহক তথাগত ঘোষ এবং মডেল ডিম্পল আচার্যর। টলিউডের তাবড়-তাবড় তারকারা সেখানে উপস্থিত ছিলেন।

যে তালিকায় রয়েছেন নুসরত, যীশু, যশ প্রমুখ। সকলে মিলে এই অনুষ্ঠান জমজমাট করে তুলেছিলেন। তবে নবদম্পতির থেকেও যে বেশি নজর কেড়েছেন শ্রাবন্তী নিজেই, এমন মন্তব্যও করতে দেখা গিয়েছে ভক্তদের। সবমিলিয়ে ছবিগুলির মাধ্যমে চর্চায় উঠে এসেছেন তিনি।

#Srabanti

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক