সম্প্রতি এবার তার বাড়ির ছোট্ট সদস্যকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি ছবি পোস্ট করলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ! ছবিতে দেখা যাচ্ছে সেই পুচকেকে কোলে ধরে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন তিনি। তার পরনে রয়েছে লাল রঙের শাড়ি।
ক্যাপশনে লিখেছেন, ‘আমার এই ছোট্ট ভালোবাসাকে শুভ জন্মদিন। আজকের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো। অনেক বড়ো হও জীবনে। সুস্থ থাকো, সমৃদ্ধ থাকো। ভগবান তোমার মঙ্গল করুন। অনেক আদর।’ যা দেখার পর অন্যান্য নেটিজেনরাও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ওই ক্ষুদেকে।
আসলে বাড়ির সকল সদস্যদের নিয়েই মেতে থাকেন এই অভিনেত্রী। প্রত্যেকের জন্মদিনেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করতে দেখা যায় তাকে। এবারও তার ব্যতিক্রম ঘটলো না। অন্যদিকে সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন অভিনেত্রী। যেখানে নিত্যদিন নিজের নানান ছবি বা ভিডিও পোস্ট করেন।
বাড়িতে কোন কিছু রান্না হলে বা কোথাও ঘুরতে গেলে সেই সমস্ত মুহূর্তের ভিডিও তৈরি করে পোস্ট করতে দেখা যায় অভিনেত্রীকে। যা নিয়ে কম সমালোচনা হয় না সোশ্যাল মিডিয়ায়। যার ফলে তিনি এখন কোনো পোস্ট করলে তার কমেন্টবক্স বন্ধ করতে রাখতে দেখা যায় তাকে।
View this post on Instagram
আসলে তার ব্যক্তিগত জীবন নিয়ে মাঝেমধ্যেই সমালোচনার ঝড় ওঠে। এই যেমন বয়সের দ্বিগুণ কাঞ্চন মল্লিককে বিয়ে করার কারণে কম কটাক্ষ সহ্য করতে হয়নি তাকে। এরই মাঝে আবার আর.জি.কর কাণ্ডে ডাক্তারদের নিয়ে বেফাঁস মন্তব্য করায় কাঞ্চনকে নিয়ে ফের সমালোচনার ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়ায়।