তারাপীঠ থেকে ফিরে এসেই এবার পৌষ-পূর্ণিমার পুজোয় মেতে উঠলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। সম্প্রতি তারই একগুচ্ছ ছবি ও ভিডিও তিনি পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যেখানে দেখা যায় রাধাকৃষ্ণের আরাধনা করছেন তার মা।
নানান ধরনের ভোগ সাজিয়ে যজ্ঞাহুতি দিয়ে রাধাকৃষ্ণের পুজো সম্পন্ন হয়েছে এদিন। হয়তো অনেকেই জানেন শ্রীময়ী ও কাঞ্চন ভীষণই ঠাকুরভক্ত। তাদের বাড়িতে বেশ কিছু ঠাকুরের উপস্থিতি লক্ষ্য করা যায়। যে কোনো পুজো উপলক্ষ্যে বাড়িতে ঈশ্বরের আরাধনা করে থাকেন তিনি এবং কাঞ্চন।
সেরকমই এবার পৌষপূর্ণিমার পুজোতে দেখা গেল তাদের। তবে এই পুজো ছাড়াও কয়েকদিন আগেই তারাপীঠে মায়ের দর্শনে গিয়েছিলেন সপরিবারে। সেখানে গিয়ে পুজো দেওয়ার পর ভোগ খেয়ে সকলের সাথে ছবি তুলতেও দেখা গিয়েছিল এই জুটিকে।
যেসব ছবি ও ভিডিও ভাগ করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। আসলে অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় ভীষণই সক্রিয়। যেখানে কোথাও ঘুরতে গেলে বা নিজেদের আনন্দের মুহূর্তগুলিকে ভাগ করে নেন সকলের সাথে। প্রথমদিকে যদিও এই নিয়ে নানান সমালোচনা হয়েছে।
তবে কখনোই সেসব বিষয় নিয়ে তোয়াক্কা করেন না তিনি বরং আনন্দে জীবনযাপন করতেই পছন্দ করেন। উল্লেখযোগ্য, বিয়ের কয়েকমাসের মধ্যেই তিনি জন্ম দিয়েছেন কন্যাসন্তান কৃষভির। বিয়ের নয় মাস সম্পূর্ণ হওয়ার আগেই তার জন্ম দিয়েছেন তিনি। যার দ্বারা এটাই স্পষ্ট হয় বিয়ের আগেই সন্তানসম্ভবা হয়ে পড়েছিলেন।