Sreemoyee: মুক্তি পেলো ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’, দর্শকদের উদ্দেশ্যে কী জানালেন শ্রীময়ী? শুনুন

Lokkhikantopur Local: মুক্তি পেলো রামকমল মুখার্জি পরিচালিত সিনেমা লক্ষ্মীকান্তপুর লোকাল (Lokkhikantopur Local)। যেখানে লোকাল ট্রেনে নিত্যযাত্রীদের সংগ্রাম, তাদের স্বপ্ন এবং বাস্তবের বেশ কিছু চিত্র ফুটে উঠেছে। শহরের কয়েকটি দম্পতির কাহিনী-সহ গৃহকর্মীদের অক্লান্ত পরিশ্রমের গল্প বলবে লক্ষীকান্তপুর লোকাল।

গত ২১ শে নভেম্বর সেটি মুক্তি পেয়েছে বড়ো পর্দায়। সম্প্রতি সিনেমার বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। বলেন, ‘সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো আমাদের দৈনন্দিন জীবনে সকলের পরিচিত একটা শব্দ লক্ষীকান্তপুর লোকাল আর এই শব্দটা শুধুমাত্র শহরের মানুষের জন্য নয়, গ্রাম বাংলার মানুষেরা রিলেট করতে পারবেন।’

‘কারণ, সপ্তাহের প্রত্যেকটা দিন যারা কাজ করেন আমাদের বাড়ির মা, রান্নার দিদি বা বাচ্চা রাখার ন্যানি, আয়া দিদি তাদের জন্য আমরা কোনদিনও কৃতজ্ঞতা বা সম্মান জানাই না। তাদেরকে সম্মান জানিয়ে একটা সিনেমা হচ্ছে আমার জন্য এটা ভীষণ ভীষণ স্পেশাল।’

‘সঙ্গীতার মতোন একজন নবাগতা প্রডিউসার বাংলা সিনেমায় এমন নামকরা নায়িকাদের নিয়ে কাজ করা, রামকমলদার পরিচালনায় আমার মনে হয় এটা একটা ভীষণ ভালো একটা কাজ। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে দেরী হয়ে গেলো বলে আমি সিনেমাটা দেখতে পারলাম না, তবে আমি টিকিট কেটে অবশ্যই দেখবো।’

অন্যদিকে এই সিনেমায় তাবড়-তাবড় তারকাদের দেখা যাবে। যে তালিকায় রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক গাঙ্গুলি, ইন্দ্রনীল সেনগুপ্ত, পাওলি দাম, সায়নী ঘোষ, চান্দ্রেয়ী ঘোষ, জনের মতোন তারকারা। এর আগে ট্রেলার দেখার পর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন দর্শকেরা। ইতিমধ্যে ভালো প্রতিক্রিয়া আসতে শুরু করেছে সিনেমাটি দেখার পর।

#Rituparna #Paoli #Sayoni #Sreemoyee

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক