আয়নার সামনে দাঁড়িয়ে মুখোমুখি ‘নগ্ন’ মৃণাল! মুক্তি পেলো ‘পদাতিক’-এর ট্রেলার

kmc 20240804 193814 2CkicwM60r

মুক্তি পেলো ‘পদাতিক’-এর ট্রেলার। ছবিটি পরিচালনা করেছেন টলিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। ছবিটি তৈরি হয়েছে জনপ্রিয় পরিচালক মৃণাল সেনের জীবনকে ঘিরে। ছবিতে মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী এবং মৃণাল সেনের স্ত্রী-এর চরিত্রে দেখা যাবে মনামী ঘোষকে। ছবিতে সত্যজিৎ রায়ের চরিত্রে অভিনয় করবেন জিতু কমল।

আগামী ১৫ই আগস্ট মুক্তি পেতে চলেছে ছবিটি। ট্রেলারের শুরুতে দেখানো হয় ১৯৫৫ সালের ঐতিহাসিক মূহুর্ত। সেখানে দেখা যায় পরিচালক সত্যজিৎ রায়কে তার নতুন ছবি ‘পথের পাঁচালি’-র জন্য সকলে শুভেচ্ছা জানাচ্ছেন। দেশ ও বিদেশ থেকে তাকে সম্মান জানানো হচ্ছে। সকলেই তার নতুন ছবি নিয়ে প্রশংসায় ভরিয়ে রেখেছেন। অপরদিকে ওই একই সময়ে ব্যর্থ হচ্ছেন আরেক পরিচালক।

আর তিনি হলেন মৃণাল সেন। ছবিতে মৃণাল সেন বলছেন, “আমি সিনেমা বানানো ছেড়ে দেব। আমি গল্প বলতে শিখিনি। আমি গল্প বলতে পারি না। আমার জন্য মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভের চাকরিটাই ঠিক ছিল।” এভাবেই অনেক ঝড়জল পেরিয়ে সুখের সময় এসেছিলও তারও। ১৯৫৫ সালে পরিচালক মৃণাল সেনের ছবি ‘রাতভোর’ ফ্লপ হয়।

এরপর তার যাত্রা শুরু। একের পর এক সিনেমায় অভিনয় করতে শুরু করেন তিনি। প্রথমের দিকে ছবিতে সাফল্য না পেলেও ‘নীল আকাশের নীচে’ ছবির মধ্যে দিয়ে পরিচিতি লাভ করেন। এরপর ‘ভুবনসোম’, ‘কোরাস’, ‘মৃগয়া’, ‘আকালের সন্ধানে’, ‘খারিজ’, ‘ক্যালকাটা ৭১’ ছবিগুলি পরিচালনা করেছেন তিনি। একের পর এক সিনেমা বানানোর ছক ভাঙতে দেখা গিয়েছিল তাকে।

এইসময় তার পাশে ছিলেন তার স্ত্রী গীতা সেন। তার কথায়, “যে গল্পটা যেভাবে বলতে চাই, সেভাবেই বলব। কারণ ভরপেট খাওয়ার থেকে শান্তিতে ঘুমোনো অনেক বেশি জরুরি।” সৃজিত পরিচালিত ছবি ‘পদাতিক’-এ একটি ডায়লগ যা মৃণাল সেনের চরিত্রে চঞ্চল চৌধুরীকে বলতে শোনা যায়, “আমি জানি আমার সিনেমায় হয়তো কোনও পালিশ নেই, হয়তো ক্রুড, হয়তো কাঁচা, হয়তো নিটোল শৈল্পিকভাবে গল্প বলার নিয়ম মানে না। হয়তো শুধুমাত্র ছেঁড়া প্যামফ্লেট, কোনও লেদার বাউন্ড ক্লাসিক নয়। কিন্তু শুধুমাত্র মহাকালের মুকুটের লোভে, আমি বর্তমানের সঙ্গে বেইমানি করতে পারব না!”

ছবিতে মৃণাল সেনের চরিত্রে চঞ্চল চৌধুরীর অভিনয় প্রশংসা পেয়েছে। সিনেমার ট্রেলার দেখে অনেকেই প্রশংসায় পঞ্চমুখ। সিনেমা সাহিত্যপ্রেমি বাঙালির গায়ে কাঁটা দেবেই এই সিনেমা।ট্রেলারের শেষে একটি দৃশ্যে দেখা যাচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখোমুখি মৃণাল৷ কান্নায় ভেঙে পড়েছেন তিনি। সেই দৃশ্যে তাকে নগ্ন দেখানো হয়েছে।

আরও পড়ুন,
*কাজ নেই সিনেমা-সিরিয়ালে, এখন কোথায় একসময়ের জনপ্রিয় রুদ্রজিৎ-প্রমিতা জুটি?