টলিউডে বড় পর্দা ও ছোটো পর্দা মিলিয়ে প্রচুর তারকা কাজ করেন। বড় পর্দায় যদিও তারকারা বেশি জনপ্রিয়তা পান কিন্তু ছোটো পর্দার তারকারাও বেশ জনপ্রিয় মানুষের কাছে। এই ইন্ডাস্ট্রিতে নতুন নতুন তারকারা আসেন আবার কেউ কেউ হারিয়ে যান সময়ের সঙ্গে সঙ্গে। তেমনই টলি পাড়ার ছোটো পর্দার দুই তারকা হলেন রুদ্রজিৎ মুখার্জি ও প্রমিতা চক্রবর্তী। তারা দর্শকদের কাছে বেশ পছন্দের।
দীর্ঘদিন টেলিভিশনের পর্দায় কাজ করলেও এখন তাদের আর দেখতে পাওয়া যায় না। ছোটো পর্দায় তাদের দেখা গিয়েছিল জি বাংলার ‘পিলু’ ধারাবাহিকে। সেখানে দু’জন একসঙ্গে অভিনয় করেছেন। এরপর তাদের আর দেখা যায়নি৷ কিন্তু কেনই বা আর তাদের দেখা যাচ্ছে না তার সদুত্তর মেলেনি। রুদ্রজিৎ-কে শেষ দেখা গিয়েছে ‘মিনি’ ছবিতে মিমি চক্রবর্তীর বিপরীতে।
অনেক তারকা জুটি রয়েছেন যারা টেলিভিশনের পর্দায় অভিনয় করতে এসে পরিচিত হন। এরপর ধীরে ধীরে তাদের সম্পর্ক এগিয়ে চলে এবং সময়ের সঙ্গে সঙ্গে তা কারোর পরিণতি পায় আবার কারোর পায় না। তেমনই অভিনয় করতে গিয়েই পরিচয় হয় রুদ্রজিৎ ও প্রমিতার। এরপর তারা একসঙ্গে দীর্ঘদিন ধারাবাহিকের কাজ করেছেন। ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসার বন্ধন তৈরি হয়।
অবশেষে বছর কয়েক আগে ধুমধাম করে আংটি বদল করে আইনি বিবাহ সেরে ফেলেন তারা। যদিও সামজিক বিয়ে এখনও করেননি তারা৷ তারা দুজনেই ইন্ডাস্ট্রিতে সক্রিয় তারকা ছিলেন। কিন্তু এখন তাদের আর দেখা যায় না। যদিও কয়েক মাস আগে ‘ঘরে ঘডে জি বাংলা’ পৌঁছে গিয়েছিল তাদের বাড়িতে। সেখানে তাদের দেখা গিয়েছে।
তবে টেলিভিশনের পর্দায় তাদের এখন দেখা না গেলেও তারা বর্তমানে একটি ইউটিউব চ্যানেল খুলেছেন। সেখানে নানান খুটিনাটি শেয়ার করেন তারা৷ দৈনন্দিন জীবনের নানান ঘটনা তাদের সেই ইউটিউব চ্যানেলে শেয়ার করতে দেখা যায়৷ ইতিমধ্যে সেই চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা দুই লক্ষ।
আরও পড়ুন,
*শাশুড়ীর ঠোঁটে লিপ কিস! অপরাজিতা আঢ্যর কান্ড দেখে তাজ্জব নেট দুনিয়া