Star Jalsha: প্রকাশ্যে এলো স্টার জলসার নতুন ধারাবাহিক ‘মিলন হবে কত দিনে’র সম্পূর্ণ প্রোমো। যা দেখে উৎসাহিত হয়ে পড়েছেন দর্শকেরা। কারণ, সাম্প্রতিক সময়কালীন বিষয়গুলিকে মাথায় রেখেই সেই গল্প তৈরি হতে চলেছে। এর আগে ধারাবাহিকের প্রথম ঝলক প্রকাশ্যে এসেছিল।
যেখান থেকে বোঝা গিয়েছিল নায়ক-নায়িকা দুই ভিন্ন মেরুর মানুষ। একজন ভালোবাসা, ভরসায় বিশ্বাস করে অন্যজন মনে করে ভালোবাসা শুধুমাত্র মানুষকে ভুল পথে চালিত করে। তবে এই সমস্ত কিছু দ্বিধা-দ্বন্দ পেরিয়ে কীভাবে দু’জন এক হয়ে যাবে সেই নিয়েই চলবে ধারাবাহিক।
আর এই সম্পূর্ণ প্রোমো থেকে জানা গিয়েছে ধারাবাহিকের নায়ক অর্থাৎ গোরার সংস্থা একটি অ্যাপ তৈরি করে। যার মাধ্যমে পাত্র-পাত্রীকে এক করে দেওয়া হয় অর্থাৎ এক ধরনের ডেটিং বা ম্যাট্রিমনিয়াল অ্যাপ। আর তাতেই চাকরি খুঁজতে যায় নায়িকা এলা।
তাকে চ্যালেঞ্জ দেওয়া হয় সে যদি পাঁচ জুটিকে এক করতে পারে তাহলেই তার চাকরি পাকা হবে। এই চ্যালেঞ্জ মেনে নিয়ে কাজ শুরু করতে যায় এলা। অন্যদিকে সে যখন গোরার মুখোমুখি হয় তাদের মধ্যে হালকা সংঘর্ষের ছাপ দেখা যায়।
তবে সেসব মিটিয়ে কীভাবে কাছাকাছি আসবে তারা সেসব জানতে হলে ধারাবাহিকটি দেখতে হবে। প্রোমো পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ”দুই বিপরীত মেরু এলা ও গোরা। ভালোবাসার মহামিলনে কি কখনও বাঁধা পড়বে ওরা? আসছে ‘মিলন হবে কত দিনে’ স্টার জলসার পর্দায়।” এখনো পর্যন্ত এই ধারাবাহিক সম্প্রচারিত হওয়ার দিনক্ষণ প্রকাশে আনা হয়নি।
#Starjalsha #solankiroy #gourab
