তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান ও নিকোবর, সুনামি সতর্কতা জারি

রবিবার দুপুর ১২টা ৬ মিনিটে আকস্মিক ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান সাগরের নীচ থেকে উঠে আসা এই কম্পনে আতঙ্ক ছড়ায় দ্বীপপুঞ্জজুড়ে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪। তবে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (GFZ) দাবি করেছে, কম্পনের তীব্রতা ৬.০৭।

গভীরতা নিয়ে দুই সংস্থার ভিন্ন মত

কোথা থেকে এই কম্পন ছড়িয়েছে তা নিয়েও উঠে এসেছে দুই রকম তথ্য।

NCS-এর রিপোর্ট: ভূমিকম্পের উৎপত্তি ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে।

GFZ-এর রিপোর্ট: উৎপত্তিস্থল ভূগর্ভের ৯০ কিলোমিটার গভীরে বলে দাবি।

তবে দুই ক্ষেত্রেই তীব্রতার পার্থক্য ও গভীরতার ফারাক ভূকম্পবিদদের নজর কেড়েছে।

ক্ষয়ক্ষতির খবর নেই, তবে সতর্কতা বজায়

এই মুহূর্তে প্রাণহানির কোনও খবর নেই, তেমনই সম্পত্তির ক্ষতিরও কোনও তথ্য পাওয়া যায়নি। তবুও দ্বীপপুঞ্জের সিসমিক অবস্থানের কারণে সতর্কতা বজায় রেখেছে প্রশাসন।

ভারতের ভূমিকম্প ঝুঁকির মানচিত্রে আন্দামান ও নিকোবর পড়ে সিসমিক জোন ৫-এ, যা সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা। জম্মু-কাশ্মীর, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, উত্তর বিহার ও কচ্ছের রণও একই তালিকায় রয়েছে। টেকটোনিক বলয়ের সক্রিয়তার কারণে এই অঞ্চলে কম্পন প্রায়ই অনুভূত হয়।

গত সপ্তাহেও নড়েছিল লেহ

এর আগে গত সপ্তাহে লেহতে ৪.১ মাত্রার ভূমিকম্প হয়েছিল। উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। পাশাপাশি ইন্দোনেশিয়াতেও ৫.৮ তীব্রতার কম্পন অনুভূত হয়েছিল। আন্তর্জাতিক সিসমোগ্রাফ নেটওয়ার্ক ‘র‌্যাস্পবেরি শেক’ জানিয়েছিল ৬.০ মাত্রার তথ্য।

জাপানে ৬.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

উত্তর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ৬.৮ তীব্রতার ভূমিকম্প আঘাত হানার পর জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সময় বিকেল ৫টা ৩ মিনিটে কম্পন অনুভূত হয়। জাপানের উপকূলীয় এলাকাগুলিতে জরুরি সতর্কতা প্রচার করা হয়েছে।

ভূমিকম্পের এই ধারাবাহিকতা প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয়বলয়ের সক্রিয়তার ইঙ্গিত দিচ্ছে বলেই মত বিশেষজ্ঞদের।

FAQ

১. প্রশ্ন: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভূমিকম্পের মাত্রা কত ছিল?
উত্তর: ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে ৫.৪, আর GFZ জানিয়েছে ৬.০৭ মাত্রা।

২. প্রশ্ন: ভূমিকম্পটি কখন আঘাত হানে?
উত্তর: রবিবার দুপুর ১২টা বেজে ৬ মিনিটে।

৩. প্রশ্ন: ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা কত ছিল?
উত্তর: NCS বলছে ১০ কিমি, আর GFZ বলছে ৯০ কিমি গভীর।

৪. প্রশ্ন: ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর কি পাওয়া গেছে?
উত্তর: এখনো পর্যন্ত কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষতির খবর পাওয়া যায়নি।

৫. প্রশ্ন: আন্দামান ও নিকোবর কোন সিসমিক জোনে পড়ে?
উত্তর: সিসমিক জোন ৫-এ, যা সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা।

৬. প্রশ্ন: আগের সপ্তাহে কোন অঞ্চলে ভূমিকম্প হয়েছিল?
উত্তর: গত সপ্তাহে লেহ্-এ ৪.১ মাত্রার ভূমিকম্প হয়েছিল।

৭. প্রশ্ন: ইন্দোনেশিয়ায় কত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল?
উত্তর: ৫.৮ মাত্রার কম্পন অনুভূত হয়, আর র‌্যাস্পবেরি শেক জানিয়েছিল ৬.০।

৮. প্রশ্ন: জাপানে কেন সুনামি সতর্কতা জারি হয়েছে?
উত্তর: উত্তর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ৬.৮ তীব্রতার ভূমিকম্পের পর সতর্কতা জারি করা হয়েছে।

৯. প্রশ্ন: আন্দামান সাগরে ভূমিকম্পের কেন্দ্র কোথায় ছিল?
উত্তর: পোর্ট ব্লেয়ার থেকে প্রায় ১৩২ কিলোমিটার উত্তর-পূর্বে ছিল উৎপত্তিস্থল।

১০. প্রশ্ন: আন্দামান–নিকোবর অঞ্চলে ভূমিকম্প বেশি হয় কেন?
উত্তর: অঞ্চলটি সক্রিয় টেকটোনিক বলয়ের ওপর অবস্থিত এবং সিসমিক জোন ৫-এর অন্তর্ভুক্ত।

#EarthquakeNews
#AndamanNicobar
#BreakingUpdate

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক