আধো আধো গলায় মন্ত্র উচ্চারণ করে ইউভানকে ফোঁটা দিচ্ছে ইয়ালিনি, বড় দাদাকে প্রণাম করতেও ভুলল না সে, ভাইফোঁটার মিষ্টি মূহুর্ত শেয়ার করলেন শুভশ্রী গাঙ্গুলি

এদিন বৃহস্পতিবার ছিল ভ্রাতৃদ্বিতীয়া। এই বিশেষ দিনটি একান্তই ভাইবোনের দিন। ভাইয়ের দীর্ঘায়ু কামনায় বোন ভাইয়ের কপালে ফোঁটা দেয়। গোটা দেশ জুড়ে হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা এই ভ্রাতৃদ্বিতীয়া পালন করেছেন। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই পালন করেছেন। তেমনই টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির বাড়িতেও অনুষ্ঠিত হয়েছে ভ্রাতৃদ্বিতীয়া। তার দুই সন্তান ইউভান ও ইয়ালিনি ভ্রাতৃদ্বিতীয়া পালন করল। আর সেই মূহুর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভশ্রী।

ইয়ালিনি এখনও বেশ ছোটো। এখন সবে সবে কথা বলা শিখছে সে। তাই ভাই ইউভানের কপালে ফোঁটা দেওয়ার সময় মন্ত্রটি সে আধো আধো গলায় বললেও পুরোটাই বলেন শুভশ্রী। মায়ের কোলে বসে দাদাকে ফোঁটা দেয় ইয়ালিনি। ইউভানকে হাসি মুখে বোনের ফোঁটা নিতে দেখা যায়। এদিন রাজ ও শুভশ্রীর ফ্ল্যাট ছিল একেবারে জমজমাট। ভাইফোঁটায় ভাই ও বোনেদের মিলন যেনো এদিন ভ্রাতৃদ্বিতীয়ার অনুষ্ঠানকে পরিপূর্ণ করে তুলেছিল।

এদিন ইয়ালিনিকে দেখা গিয়েছে একটি লেহেঙ্গায় সেজে উঠতে। অপরদিকে ইউভানের পরনে ছিল সাদা রঙের পাঞ্জাবি। ইয়ালিনি তার মায়ের কোলে বসে ভাইকে ফোঁটা দেয়। শুভশ্রীর পোস্ট করা একটি ভিডিওতে দেখা গিয়েছে, ইউভান ফোঁটা নেওয়ার পর বোনকে যেমন আশীর্বাদ করে তেমনই ইয়ালিনি তার দাদাকে প্রণাম করতেও ভোলেনি। আর এই দৃশ্য দেখে মুগ্ধ নেট দুনিয়ার মানুষ। একজন মা হিসেবে শুভশ্রী তার সন্তানদের সঠিক নিয়মনীতি শেখাচ্ছেন যা অনুপ্রানিত করেছে অনেককেই।

তবে শুধু ইউভান ও ইয়ালিনি নয়, রাজ চক্রবর্তীকেও ফোঁটা দেন তার বোনেরা। এদিন রাজের পরনে ছিল সাদা পাঞ্জাবি ও শুভশ্রী একটি সাধারণ টু পিস পরেছিলেন। শুভশ্রী এদিন ইউভান ও ইয়ালিনির বেশ কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করেন। যেখানে ইউভান ও ইয়ালিনিকে একে অপরকে জড়িয়ে ধরতে দেখা গিয়েছে। শুভশ্রী তার কাজের কারণে ব্যস্ত থাকলেও পরিবারকে সময় দিতে ভোলেন না। তাই কাজ শেষ হওয়ার পর যেটুকু সময় পান তা স্বামী ও সন্তানদের সঙ্গে চুটিয়ে উপভোগ করেন। আর সেই ছবি ধরা পড়ল এদিনের ক্যামেরায়।

#bhaiphota #subhashreeganguly #rajchakraborty #yaalini #yubhaan

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয়