এবার একসঙ্গে ধরা দিলেন পরিচালক রাজ চক্রবর্তীর প্রাক্তন প্রেমিকা মিমি এবং গৃহিণী শুভশ্রী! তাদের একসাথে দেখে রীতিমতো হতবাক হয়ে গিয়েছেন সোশ্যাল মিডিয়াবাসী। ২০২৫ সাল নানান চমকে ভরা, মানুষ এমন সব জিনিস দেখতে পাচ্ছেন যা তারা কখনোই দেখার আশা করেননি।
সেরকমই একটি দৃশ্য আরো একবার উঠে এসেছে। অনেকেই জানেন রাজ চক্রবর্তীর প্রাক্তন প্রেমিকা ছিলেন মিমি। ফলস্বরূপ তার সাথে খানিকটা দূরত্ব বজায় রেখেই চলতেন শুভশ্রী। কখনোই তাদের একসঙ্গে দেখা যায়নি। প্রত্যেকেই ভাবতেন তাদের মধ্যে হয়তো তিক্ততা রয়েছে। তবে সেই ধারণাকে ভুল প্রমাণ করলেন এই দুই অভিনেত্রী।
প্রথম কমেন্টে,
নিজের সন্তানদের নয় বরং এই যুবতীকে বেশি ভালোবাসেন রাজ! জানুন এই বিশেষ মানুষের পরিচয়
খুব শীঘ্রই হয়তো নতুন কোনো কাজে একসঙ্গে দেখা যাবে তাদের। তার আগেই মেকআপ রুমের ভেতরে তোলা একটি ভিডিও ভাগ করে নিয়েছেন শুভশ্রী। যেখানে দেখা যাচ্ছে শুরুতে তিনি বলছেন, ‘বলিউডে যদি দীপিকা থাকে তাহলে আমাদের বাংলায় আছে মিমি।’ এরপর সকলে হাততালি দিয়ে চিৎকার করে ওঠেন।
ক্যামেরা মিমির দিকে ঘুরলে তিনি বলেন, ‘আরো জানতে লেডি সুপারস্টারের সঙ্গে থাকুন।’ এরপরই আবার শুভশ্রীর গালে চুম্বন এঁকে দেন তিনি। তাদের উচ্ছ্বাস থেকে বোঝা যায় ভীষণই ভালো একটি সময় কাটিয়েছেন এই দু’জন। ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, ‘এই বছরের সেরা কোলাব।’
এই ভিডিও দেখার পর নানান মন্তব্যে ভরিয়ে তুলেছেন ভক্তরা।বেশিরভাগ মানুষের মুখে একটাই কথা এই বছরটা প্রাক্তনদের সাথে ফের যোগাযোগ তৈরি করার। কারণ, কিছুদিন আগেই দেব-শুভশ্রীকে একসঙ্গে দেখা গিয়েছিল। আর এবার স্বামীর প্রাক্তনের সাথে দেখা গেল শুভশ্রীকে। সবমিলিয়ে একাধিক চমকে ভরা এই বছর।

