দেবের পর এবার পুরনো সম্পর্ক নিয়ে মুখ খুলতে দেখা গেল অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীকে। ইতিমধ্যেই তাদের আগামী সিনেমা ‘ধূমকেতু’ নিয়ে রীতিমতো উত্তেজনা দর্শকমহলে। এরই মাঝে একাধিক সাক্ষাৎকারে দেখা যাচ্ছে দেব এবং শুভশ্রীকে। আগেই দেব এই অভিনেত্রীকে নিয়ে বেশ প্রশংসা করেছেন সাক্ষাৎকারে।
এবার দেবের প্রশংসা করলেন অভিনেত্রী শুভশ্রী। সম্প্রতি আনন্দবাজারের তরফ থেকে একটি সাক্ষাৎকারে ডাকা হয়েছিল তাকে। সেখানে মূলত ‘ধূমকেতু’ নিয়েই কথা হচ্ছিলো। কথার প্রসঙ্গে নাম আসে শুভশ্রীর ‘প্রাক্তন প্রেমিক’ দেবের। কোনোরকম তিক্ততা না রেখে বেশ সাবলীলভাবে কথা বলতে দেখা যায় অভিনেত্রীকে।
বলেন, ‘ও আমাকে নিয়ে বলেছে মানে আমাকেও বলতে হবে এমন না। আমার মনে হয় এটা ঠিকই আছে। সব থেকে বড়ো কথা হলো ধূমকেতু রিলিজ করছে। এটার থেকে বড়ো আর কী হতে পারে? আমি দেবকে ধন্যবাদ জানাই যে অ্যাকনলেজ করেছে আমার পরিশ্রম, আমার সমস্ত কাজ এবং ব্যক্তিগত জীবনকে। আমিও বলবো যে দেব খুব ভালো কাজ করছে।’
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই নানান রকম মন্তব্য করেছেন নেটিজেনরা। যেমন একজন বলেছেন, ‘এতো অহংকারী কথাবার্তা, তার উপর অর্ধেক বাংলা, অর্ধেক ইংরেজি। শব্দের অদ্ভুত মেলবন্ধন, একটা ঠিকঠাক সেনটেন্স না বলা। মানে কি অদ্ভুত ইন্টারভিউ। শুভশ্রী কে বরাবরই ভালো লাগে। কিন্তু এতো অ্যারোগেন্স, চেষ্টা করতে পারতো দুজন এর তরফেই প্রমোশনগুলো একসাথে করতে।’
আরেকজন বলেন, ‘দেব বরাবর সবার কৃতিত্ব স্বীকার করে। প্রশংসা করলে সাবলীলভাবে করো। দেবের প্রশংসায় পঞ্চমুখ হতে বলছি না, সেটা তুমি পারবে না। বিচ্ছেদের পর ওই একটা মানুষই প্রাক্তনকে সম্মান দিতে পারে। জোর গলায় বলতে পারে আমার স্ট্রাগলের সময় সবথেকে বেশি পাশে থেকেছে শুভশ্রী।’
উল্লেখযোগ্য, সাধারণত কোনো সিনেমা মুক্তি পেলে নায়ক-নায়িকাকে একসঙ্গে প্রমোশন করতে দেখা যায়। যদিও দেব-শুভশ্রীর ক্ষেত্রে তেমনটা দেখা যাচ্ছে না। তারা আলাদা-আলাদাভাবে উপস্থিত থাকছেন প্রমোশনে। যার দ্বারা এটাই স্পষ্ট হয় তাদের মধ্যে সবটা এখনো সহজ হয়নি, আড়ষ্টতা রয়েই গিয়েছে।